আগুন লাগার খবর পেয়েই জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক-সহ অন্যান্য কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান। জানালার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, প্রায় এক ঘন্টা পর দমকল কর্মীরা হোটেলের রান্না ঘর এবং ব্যাংকোয়েট হোলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।
আরও পড়ুন: সারি সারি দোকানে দখল ফুটপাত, আকাশ ঢেকেছে হোর্ডিং-এ! দৃশ্য দূষণ রুখতে রাস্তায় চুঁচুড়ার বিধায়ক
advertisement
এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক রামেশ্বর পান্ডে বলেন, “খবর পেয়েই দুটো ইঞ্জিন নিয়ে ছুটে আসি আমরা তবে হোটেলে নিজেস্ব যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তার কোনও সহযোগিতা পায়নি, কারন সেগুলি সবই অকেজো, দুটি ইঞ্জিনের জল এবং কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
আরও পড়ুন: হাজারদুয়ারীতে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কী ভাবে গাইড নেবেন
অপরদিকে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেই ছুটে আসা স্থানীয় বাসিন্দা ঐশিকা রায় বলেন, “আমার আত্মীয়রা এই হোটেলে উঠেছেন, তাই ছুটে আসি। তবে দমকল বাহিনীর কর্মীরা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ওনাদের জন্যই আজ বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই।”
সুরজিৎ দে