TRENDING:

Tea Labour Death: টানা বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ি নদী, কাজে যোগ দিতে গিয়ে ভেসে মৃত্যু চা শ্রমিকের

Last Updated:

Tea Labour Death: চা শ্রমিক শের সুশান্তি ইন্দুয়ার (৩১) রোজের মত‌ই কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাগানে যাওয়ার জন্য পার হচ্ছিলেন চা বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঝোড়া, যেটি পাহাড় থেকে নেমে এসে নেওরা নদীতে মিশেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জেলা জুড়ে টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী থেকে পাহাড়ী ঝোরা। বেশ কিছু জায়গায় ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে, দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কাও। এই পরিস্থিতিতে কাজে যেতে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল এক চা বাগান শ্রমিকের।
চা বাগানে মৃত ১
চা বাগানে মৃত ১
advertisement

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার থানার অন্তর্গত আই ভিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনের পুঁইয়া লাইনে। চা শ্রমিক শের সুশান্তি ইন্দুয়ার (৩১) রোজের মত‌ই কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাগানে যাওয়ার জন্য পার হচ্ছিলেন চা বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঝোড়া, যেটি পাহাড় থেকে নেমে এসে নেওরা নদীতে মিশেছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণেএই সময় ডুয়ার্সের অন্যান্য নদী এবং পাহাড়ী ঝোরা গুলোতে ভীষণ স্রোত বইছে। আর এতেই ভেসে যান চা বাগানের মহিলা শ্রমিক সুশান্তি ইন্দুয়ার।

advertisement

আর‌ও পড়ুন: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসত, মারধর-পুলিশের গাড়ি ভাঙচুর

স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে যথেষ্ট জখম ওই মহিলা শ্রমিক। এদিকে সঠিক সময়ে চা বাগানের অ্যাম্বুলেন্স দুর্ঘটনা স্থলে এসে পৌঁছয়নি বলে অভিযোগ। ফলে আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হয়। বেশ কিছুটা দেরিতে তাঁকে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর অ্যাম্বুলেন্স দেরিতে আসা নিয়ে ক্ষুব্ধ চা শ্রমিকরা। তাঁরা বাগান কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Labour Death: টানা বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ি নদী, কাজে যোগ দিতে গিয়ে ভেসে মৃত্যু চা শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল