Child Theft Rumor: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসত, মারধর-পুলিশের গাড়ি ভাঙচুর

Last Updated:

Child Theft Rumor: বারাসতের কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনার পর সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে এক মহিলার ছবি দিয়ে দাবি করা হয়, বারাসতে নিত্যদিন তিনি বাচ্চা চুরি করে বেড়াচ্ছেন। তারপর থেকেই এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছিল

ঘটনাস্থলে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ
উত্তর ২৪ পরগনা: ছেলেধরা এসে এলাকা থেকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে, এই আতঙ্ককে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত। স্রেফ সন্দেহের জেরে বাচ্চা চোর ভেবে বেধড়ক মারধর করল এক মহিলাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এলাকাবাসীদের ক্ষোভের আগুন গিয়ে পড়ে পুলিশের উপর। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
বারাসতের কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনার পর সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে এক মহিলার ছবি দিয়ে দাবি করা হয়, বারাসতে নিত্যদিন তিনি বাচ্চা চুরি করে বেড়াচ্ছেন। তারপর থেকেই এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছিল। এদিন বারাসত সেন্ট্রাল মডেল স্কুল এবং বারাসত তেঁতুলতলায় দুটি বাচ্চার নিখোঁজ হওয়ার খবর আসে। তারপর থেকেই ভেতরে ভেতরে উত্তেজনা বাড়ছিল। সেই সময় এক মহিলাকে বাচ্চা নিয়ে উঠতে দেখে তাঁকে ছেলে ধরা ভেবে বসে এলাকার মানুষ।
advertisement
advertisement
এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেখানে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে স্থানীয়দের। সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের বিষয়টি নজরে আসার পর থেকেই পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে প্রচার চালানো হচ্ছিল। কিন্তু তাতে যে কাজের কাজ কিছু হয়নি এদিনের ঘটনাই তার প্রমাণ। এদিনের ঘটনাকে গুজবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন।
advertisement
এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তাতে কিছু পুলিশকর্মী আহত‌ও হন। বারাসাত থানার দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এক সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় বারাসত জেলা পুলিশের এসডিপিও সহ বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনীকে। জনরোষ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এদিকে গুজব ছড়ানোর অপরাধে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীকে কোন‌ওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Theft Rumor: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসত, মারধর-পুলিশের গাড়ি ভাঙচুর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement