কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকার পেটলা আলোকঝাড়ি। আর এখানেই জীবন্ত রবীন্দ্রনাথকে দেখে অবাক কমবেশি সকলেই। কবিগুরু তো পরলোক গমন করেছেন বহুদিন আগেই। তবে ইনি কে? নিশ্চয়ই প্রশ্ন জাগছে মনে! বলে রাখা ভাল, ইনি রবীন্দ্রনাথ ঠাকুর নন। তবে অবিকল রবীন্দ্র নাথ ঠাকুরের মতো দেখতে একজন ব্যক্তি। তাঁর নাম ফনীন শর্মা। বয়স তাঁর প্রায় ৭৭ বছর।
advertisement
ফনীন শর্মা জানান, “তিনি শুরু থেকে এরকম ছিলেন না। দীর্ঘ প্রায় ১০ বছর আগে থেকে এই বিষয়টি শুরু হয় তাঁর জীবনে। তাঁর মামা মারা যাওয়ার পর তিনি দাড়ি ও চুল বড় করতে শুরু করেন। আর তার পর থেকেই জীবনে এই পরিবর্তন আসে। তখন থেকে অনেকেই তাঁকে দেখে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনে করতে শুরু করেন। এলাকার মানুষেরাও তাঁকে দেখে রবীন্দ্রনাথ বলেই ডাকেন। যদিও এই বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। তবে তিনি সাহিত্য রচনা করতে জানেন না।”
আরও পড়ুন- বিদেশের মাটিতে ভারতের পতাকা হাতে বর্ধমানের সায়নী! এবার জয়লাভ করলেন জিব্রাল্টার প্রণালী
তিনি আরও জানান, “২৫ শে বৈশাখের দিনে অন্যান্য বাঙালিদের মতন তিনিও পালন করেন রবীন্দ্র জন্ম জয়ন্তী। তবে তিনি কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন না। একবার এলাকার কিছু ছেলেরা তাঁকে রবীন্দ্র নাথ সাজাতে চেয়েছিল। তবে তিনি বাড়িতে না থাকায় সেই সুযোগ হয়নি। তবে তিনি এভাবেই ভাল রয়েছেন। তিনি রবীন্দ্র নাথ সেজে ঘুরে বেড়াতে চান না। রবি ঠাকুরের প্রতি রয়েছে তাঁর অগাধ শ্রদ্ধা।”
তাঁর পুত্রবধূ পুজা চন্দ্র শর্মা জানান, “দীর্ঘ সময় ধরে তাঁর শ্বশুরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। যদিও এই রূপ দেখতে তাঁদের ভালই লাগে তাঁদের। তবে বিয়ের পর প্রথম কয়েকদিন দেখে রীতিমতো অবাক হতেন তিনিও।” তবে রাস্তায় এই ব্যক্তিকে চোখে পড়লে যেকোন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে উঠেছেন ভেবে ভুল করতেই পারেন।
Sarthak Pandit