বিদেশের মাটিতে ভারতের পতাকা হাতে বর্ধমানের সায়নী! এবার জয়লাভ করলেন জিব্রাল্টার প্রণালী 

Last Updated:

সায়নী দাস এশিয়ার প্রথম মহিলা সাঁতারু, যিনি এই ষষ্ঠ সিন্ধু জয় করেছেন।

সায়নী দাস 
সায়নী দাস 
পূর্ব বর্ধমান: ষষ্ঠ সিন্ধু জয়লাভ করলেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। ১৮ তারিখ শুক্রবার স্পেনের জিব্রাল্টার প্রণালী জয়লাভের জন্য জলে নেমেছিলেন তিনি। পরবর্তীতে তিনি সফল ভাবে এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছেন।অতিক্রম করতে সময় লেগেছে ৩ ঘন্টা ৫১মিনিট। সায়নী দাস এশিয়ার প্রথম মহিলা সাঁতারু, যিনি এই ষষ্ঠ সিন্ধুজয় করেছেন। পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস।
advertisement
advertisement
সমস্ত বাধা অতিক্রম করে কঠিন অনুশীলন দিয়ে তিনি ইতিমধ্যেই জয় করেছেন নর্থ চ্যানেল, ইংলিশ, ক্যাটালিনা,মলোকাই এবং কুক প্রণালী। পাঁচটা চ্যানেল জয় করার পর তার লক্ষ্য ছিল জিব্রাল্টার। তবে এবার তিনি জিব্রাল্টারও জয়লাভ করে ফেললেন।সায়নী দাসের কথায়, এই জিব্রাল্টার চ্যানেলটি স্পেন এবং মরক্কোর মাঝখানে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলটি পার করার দূরত্ব কম হলেও কিন্তু প্রতিকূলতা অনেক বেশি। তার কারণ হাঙ্গরের আক্রমণ অনেক বেশি হয়। এছাড়াও অতিরিক্ত সমুদ্র স্রোতের সমস্যাও থাকে। সেকারণে একাধিক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে তাঁকে এই চ্যানেল জয়লাভ করতে হয়েছে।
advertisement
সায়নীর আগামী দিনের লক্ষ্য, তার জীবনের এই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষে সাঁতারের প্রশিক্ষক হিসেবে কাজ করে নতুন সাঁতারুদের উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়া। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নি।ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি তার।
তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে তিনি নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তুলেছেন। বর্তমান সায়নীর স্বপ্ন বা ইচ্ছা সে সপ্তসিন্ধু জয় করবে। সপ্তসিন্ধুর মধ্যে ইতিমধ্যেই ছয়টি চ্যানেল জয়লাভ করেছেন তিনি। সবশেষে আর বাকি রইল সুগারু স্ট্রেট। এই স্ট্রেট জয়লাভের জন্যও খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবেন বর্ধমানের সায়নী দাস।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদেশের মাটিতে ভারতের পতাকা হাতে বর্ধমানের সায়নী! এবার জয়লাভ করলেন জিব্রাল্টার প্রণালী 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement