এলাকায় একটি বুনো হাতি প্রবেশ করলেই তঠস্থ হয়ে থাকেন বাসিন্দারা। এদিকে আটটি বুনো হাতি দেখে হাত – পা ঠান্ডা হয়ে যায় শ্রমিকদের। এই হাতিগুলি শ্রমিক মহল্লায় প্রবেশ করলে ভয়ানক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা শ্রমিকদের। চা বাগানে ভেতরে আটটি হাতির একটি দল আস্তানা গেড়েছে। এদিন সকালে আটটি হাতির দল আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানে চলে আসে। বর্তমানে কয়েকঘণ্টা হয়ে গেলেও হাতির দল ওই এলাকায় রয়েছে।
advertisement
আরও পড়ুন: সকাল সকাল লেপার্ডের গর্জন! ঘুম ভাঙতেই বাসিন্দারা যা দেখলেন
কাজ কর্ম শিকেয় উঠেছে এলাকাবাসীদের। ঘটনার খবর বক্সা বাঘ বনের কর্মীদের দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও পুলিশ রয়েছে। তারা নজরে রেখেছে দলটির ওপর। এই দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। এলাকার আশেপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। আটটি হাতির গতি প্রকৃতি দেখছে বনকর্মীরা।
Annanya Dey





