স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল ৬টার সময় একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে জটেশ্বর মাদ্রাসাপাড়ায় ঢুকে পড়ে। ওই এলাকার একটি মাছের বরফ ফ্যাক্টরির সামনে রাখা গাড়ি ভেঙেচুরে তছনছ করে দেয়। এমনিতেই হাড় কাঁপানো ঠান্ডা, তার উপর হাতি দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।
advertisement
এরপর হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লী এলাকায় চলে আসে হাতির দলটি। সেখানে টুম্পা দেবনাথ নামে এক মহিলা হাতির হানায় জখম হন। পরে হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই একই এলাকার এক ভ্যান চালকও হাতির হানায় জখম হন। তাঁকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ব্যাংকান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নাম পবিত্র রায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বনকর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখনও ওই এলাকায় হাতির দল রয়েছে বলে খবর। জলদাপাড়া বন বিভাগের কর্মী ও আধিকারিকরা মৃতের বাড়ি যাবেন বলে জানা গিয়েছে।






