Christmas 2025: বড়দিনের কেক কি আদৌ নিরাপদ! পুরুলিয়ার একাধিক বেকারিতে খাদ্য সুরক্ষা দফতরের হানা, এমন ছবি উঠে এল, ঘাবড়ে যাবেন
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Christmas 2025: বড়দিন মানেই কেক। তাই ক্রিসমাসের আগে জেলার বিভিন্ন কেক বেকারিতে বিশেষ অভিযান চালাল পুরুলিয়া জেলা খাদ্য সুরক্ষা দফতর। সেই অভিযানে যা উঠে এল জানলে কেক খাওয়ার আগে দু'বার ভাববেন!
পুরুলিয়া, শান্তনু দাসঃ নতুন বছর ও বড়দিনকে সামনে রেখে পুরুলিয়া জেলার বিভিন্ন কেক বেকারিতে বিশেষ অভিযান চালাল পুরুলিয়া জেলা খাদ্য সুরক্ষা দফতর। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রঘুনাথপুর মহকুমা এলাকার প্রায় ১৫টি কেক বেকারিতে এই অভিযান চালানো হয়।
উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন খাদ্যদ্রব্যের গুণমান, পরিচ্ছন্নতা, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয়। কোথাও নিয়ম মানা হচ্ছে না দেখা গেলে বেকারি মালিকদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ কোথাও রোদ ঝলমলে আকাশ, কোথাও আবার কুয়াশা! বড়দিনে উত্তরবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেট জেনে নিন
এই পরিদর্শনে উঠে আসে বেশ কিছু উদ্বেগজনক চিত্রও। জেলার একাধিক বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করা হচ্ছিল এবং খাদ্য সুরক্ষা আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যায়, পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাব, নোংরা পরিবেশেই কেক তৈরি করা হচ্ছে এবং সুরক্ষাবিধি কার্যত মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বেকারি প্রস্তুতকারকদের অবিলম্বে সতর্ক করা হয় এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শোভন দাস জানান, “পরিদর্শনের সময় প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি এবং নির্ধারিত গুণমান বজায় না রাখার অভিযোগে রঘুনাথপুর মহকুমার বেশ কয়েকটি বেকারি মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাঁদের নোটিশও জারি করা হয়েছে।” তিনি আরও বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপোস করা হবে না। খাদ্যের গুণমান ও সুরক্ষা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 25, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas 2025: বড়দিনের কেক কি আদৌ নিরাপদ! পুরুলিয়ার একাধিক বেকারিতে খাদ্য সুরক্ষা দফতরের হানা, এমন ছবি উঠে এল, ঘাবড়ে যাবেন










