আরও পড়ুন: নবীনা-অশোকায় সকাল সকাল শাহরুখপ্রেমীদের ভিড়! কেমন লেগেছে ‘ডানকি’? জানাল ফ্যানক্লাব
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে জয়গাঁ থেকে হাসিমারাগামী একটি ট্রাকের সামনে আচমকা একটি হাতি চলে আসে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে হাতিটির গায়ে ধাক্কা দিয়ে সড়কের ধারে থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জিএসটি মোড় এলাকার ব্যবসায়ী উর্গেন গুরুংয়ের চায়ের দোকান, দীপক গোয়েলের মোটর পার্টসের দোকান ও রাজু ঠাকুরের সেলুন দোকান। এই ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এমনটাই দাবি ব্যবসায়ীদের।
advertisement
অন্যদিকে এই ঘটনায় ট্রাকটিরও সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ। তাকে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিকে এশিয়ান হাইওয়েতে হাতির আনাগোনায় চিন্তিত এলাকাবাসীরা। প্রধান রাস্তা আর সুরক্ষিত রইল না বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। নন্দ ভুজেল নামের এক এলাকার বাসিন্দা জানান, ”আগে তো গ্রামে হাতি আসত। এখন দেখছি হাইওয়েতেও হাতি ঘুরছে। রাতের বেলা বেরনোই বন্ধ করে দিতে হবে যা দেখছি।”
Annanya Dey