Shah Rukh Khan's Dunki Release: নবীনা-অশোকায় সকাল সকাল শাহরুখপ্রেমীদের ভিড়! কেমন লেগেছে 'ডানকি'? জানাল ফ্যানক্লাব

Last Updated:

Shah Rukh Khan's Dunki Release: দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে মিছিল করে শাহরুখ ফ্যানেরা উপস্থিত হন। হইহই করে ছবি দেখেন। যাঁরা ইতিমধ্যেই ফার্স্ট শো দেখে ফেলেছেন তাদের এত পছন্দ হয়েছে যে আজকেই আরও একটা শো দেখার জন্য প্রস্তুত তাঁরা।

কলকাতায় শাহরুখের ডানকি দেখতে ভক্তদের ভিড়
কলকাতায় শাহরুখের ডানকি দেখতে ভক্তদের ভিড়
মুম্বই: ফের আবির্ভাব শাহরুখ খানের। বৃহস্পতিবার দেশবিদেশ কাঁপিয়ে মুক্তি পেল রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। সকাল সকাল শহর কলকাতায় সিনেপ্রেমীরা ‘ডানকি’ দেখতে ভিড় করলেন প্রেক্ষাগৃহে। শহরের মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল থিয়েটার সবেতেই ছিল শাহরুখ-ভক্তদের ভিড়। প্রত্যেকেই চাইছিলেন ফার্স্ট ডে ফাস্ট শো-তে প্রিয় কিং খানের ছবি দেখতে।
দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে মিছিল করে শাহরুখ ফ্যানেরা উপস্থিত হন। হইহই করে ছবি দেখেন। যাঁরা ইতিমধ্যেই ফার্স্ট শো দেখে ফেলেছেন তাদের এত পছন্দ হয়েছে যে আজকেই আরও একটা শো দেখার জন্য প্রস্তুত তাঁরা।
advertisement
advertisement
একই ছবি শহরের অন্যান্য সিনেমা হলের সামনেও। বেহালার অশোকা সিনেমা হলের সামনেও সকাল সকাল শাহরুখ ভক্তরা ভিড় করলেন এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আগে নাচে গানে মেতে উঠলেন।
ইতিমধ্যেই যে রিভিউ প্রকাশ পেয়েছে ভক্তদের তরফে, তা বেশ ইতিবাচক। ভারতে প্রথম শো ছিল সকাল ৫:৫৫-তে মুম্বাইয়ে। শাহরুখের নতুন ছবি দেখতে গেইটি গ্যালাক্সি থিয়েটারে ভক্তরা জড়ো হয়েছিলেন। শাহরুখের অভিনয় এবং রাজু হিরানি পরিচালনা তুমুল প্রশংসা পাচ্ছে ইতিমধ্যেই। ভক্তরা ভিকি কৌশলের অভিনয়েও মুগ্ধ। ‘ডানকি’ ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১৫ কোটি টাকা আয় করে ফেলেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan's Dunki Release: নবীনা-অশোকায় সকাল সকাল শাহরুখপ্রেমীদের ভিড়! কেমন লেগেছে 'ডানকি'? জানাল ফ্যানক্লাব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement