TRENDING:

Malda News: দুয়ারে ভর্তি! আর স্কুলে গিয়ে ভর্তির দরকার নেই, হঠাৎ নজরকাড়া উদ্যোগ নিল দফতর

Last Updated:

পড়ুয়াদের আর স্কুলে গিয়ে ভর্তির দরকার নেই, এবার হচ্ছে দুয়ারে ভর্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সবার জন্য শিক্ষা। কোন শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে নিয়েছে মালদহ জেলা শিক্ষা দফতর। জেলার শহর ও গ্রামীণ প্রতিটি এলাকায় বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। তার আগে স্কুলছুট শিশু থেকে বিভিন্ন বস্তি ও পিছিয়ে পড়া এলাকার নতুন শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন জেলা শিক্ষা দফতরের কর্তারা। এমনকি মালদহ জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) নিজে বিভিন্ন এলাকায় ঘুরছেন স্কুল ছুট শিশুদের পুনরায় স্কুলমুখী করতে।
advertisement

এদিন তিনি জেলা শিক্ষা দফতরের কর্তা আধিকারিকদের নিয়ে পৌঁছে যান নিষিদ্ধ পল্লী এলাকায়। সেখানে বসবাসকারী স্কুলছুট শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে নিষিদ্ধ পল্লী ও তার আশেপাশে যে সমস্ত শিশু ও স্কুল ছুট বাচ্চারা রয়েছে তাদের যেন পুনরায় স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয় সেই বিষয়ে আলোচনা করেন। এনজিও কর্মী আম্বারি খাতুন বলেন, “আমরা সমস্ত বাচ্চাদের স্কুলে পাঠানোর পরিকল্পনা নিচ্ছি। তবে শিক্ষা দফতরের কর্তা, আধিকারিকেরা এসেছেন। এতে অনেকটাই সুবিধা হল আমাদের।”

advertisement

আরও পড়ুন: বদলে গেল ট্রেনের টাইমটেবিল! জানুয়ারি থেকেই নতুন সময়ে চলবে একগুচ্ছ ট্রেন, না জানলে বিপদ!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এমনকি জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি নিষিদ্ধ পল্লীতে বিশেষ ভর্তি কর্মসূচি করতে চলেছে জেলা শিক্ষা দফতর। এতে করে সেখানকার বাচ্চারা কোথাও না গিয়ে শিবিরে স্কুলে ভর্তির সুযোগ পাবে। এদিন এলাকা ঘুরে প্রায় ১১ জন শিশু চিহ্নিত করেছেন শিক্ষা দফতরের কর্তারা। বর্তমানে এই সমস্ত শিশুগুলি স্কুলে যায় না। তাদেরকে পুনরায় স্কুলে ভর্তি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, “সমস্ত শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে এই উদ্যোগ। আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি। নিষিদ্ধ পল্লীতে এসেও শিশুদের স্কুলমুখী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানে আমরা ১১ জন শিশুদের পেয়েছি। যারা স্কুলে পড়াশোনা করে না। তাদের দ্রুত স্কুলে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।” শুধুমাত্র নিষিদ্ধ পল্লী নয় শহরের বিভিন্ন বস্তি সহ গ্রামীণ এলাকার সমস্ত শিশুদের স্কুলমুখী করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে যায় জেলা শিক্ষা দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: দুয়ারে ভর্তি! আর স্কুলে গিয়ে ভর্তির দরকার নেই, হঠাৎ নজরকাড়া উদ্যোগ নিল দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল