রাজ্যের অন্যতম ব্যস্ত হাসপাতাল শিলিগুড়ি জেলা হাসপাতাল। প্রতিদিন গড়ে প্রায় ২০০০ থেকে ২২০০-র মতো রোগী আউটডোরে ভিড় করেন। অন্তর্বিভাগ ও রোগীদের ভিড়ে ঠাসা। এই হাসপাতালে চালু হল ই-পোর্টালের সুবিধা। হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।
আরও পড়ুন: সঙ্গীর সঙ্গে উত্তাল রোম্যান্স, কাপল ফ্রেন্ডলি রিসর্ট! হানিমুনে ডেস্টিনেশন হোক এই পাহাড়ি হ্যামলেট
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানেই শেষ নয়, এর পাশাপাশি হাসপাতালের পিছনে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব তৈরি হবে। এই ব্যাপারে পূর্ত দফতরের পক্ষ থেকে নকশা তৈরির কাজ শুরু হয়েছে। তার পরে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে কাজে নামা হবে। মেয়র বলেন, “চাইল্ড কেয়ার ইউনিটে গরমকালে ভীষণ গরম। শীতকালে ভীষণ শীত। এটাকে অল ওয়েদার ইউনিট হিসাবে গড়ে তোলার জন্য পূর্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
অনির্বাণ রায়






