বালুরঘাটের নামকরা শিল্পীদের মধ্যে অন্যতম উত্তম পাল। তাঁর মেয়ে উর্মি পাল। ছোট্ট বয়স থেকেই দুর্গা প্রতিমা গড়তে শিখে নিয়েছেন। প্রথমে ছোট ছোট বাহন ও প্রতিমার চোখ এঁকে রঙ করে হাতেখড়ি। উর্মি এখন পুরোদস্তুর হয়ে উঠেছে। সে নিজেই বানাতে পারে দুর্গা প্রতিমা-সহ মুখ, চোখ। এমনকি প্রতিমার সাজ পোশাকও তৈরি করে নিজের হাতেই। তবে এই সাফল্য একদিনে আসেনি। ছোট্ট বয়স থেকে বাবার মূর্তি তৈরি করা দেখেই শেখা।
advertisement
অপরদিকে মেয়ের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মিতা পাল। উর্মি বর্তমানে কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর হাতে আঁকানোর প্রতিভার জন্য পেয়েছে একাধিক পুরস্কার। পুজোর দিন যত এগিয়ে আসছে ক্ষুদে শিল্পী উর্মি ও তাঁর মায়ের কাজের গতি বাড়াতে হচ্ছে। দিন-রাত এক করে কাজ করে চলেছেন তাঁরা। কারণ পুজোর দিন যত এগিয়ে আসছে নাভিশ্বাস উঠেছে শিল্পীদের। কারণ বরাত অনুযায়ী দুর্গা প্রতিমা দিয়ে দিতে হবে মহালয়ার মধ্যেই। অর্থাৎ বিগত তিন চার মাস যাবত লাগাতার কর্মব্যস্ততা চলেছে এরকমই বালুরঘাটের চকভৃগু এলাকার পাল পাড়ায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বয়সেই প্রতিমা তৈরি তাঁর কাছে পেশা নয় বরং নেশার মত হয়ে উঠেছে। প্রতিমা তৈরি করতে ভাল লাগে, চোখের টান দিয়ে প্রতিমাতে প্রাণের সঞ্চার করতেই অন্যরকম অনুভূতি হয় এমনটাই জানাচ্ছেন শিল্পী। শুধু প্রতিমা তৈরি নয়, রয়েছে কলেজের পড়াশুনা ক্লাস সবকিছুতেই সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে উর্মি। মেয়েরা গৃহ কাজেই সীমাবদ্ধ থাকবে ধারণার বদল ঘটেছে সমাজে, সমাজের সমস্ত ধরনের পেশাতেই মেয়েদের গুরুত্ব বেড়েছে, বেড়েছে তাদের অংশগ্রহণ। আগামিদিনে পালপাড়ায় একজন প্রতিমা শিল্পী হয়ে উঠতে চায় কলেজ পড়ুয়া উর্মি।