দেওর-বৌদির অবৈধ প্রেমের সাংঘাতিক পরিণতি! খাটের নিচে পচা দুর্গন্ধ, উঁকি দিতেই সর্বনাশ! হাড়হিম করা কাণ্ড

Last Updated:

Gobardanga Murder Case: স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে দেওর প্রদীপ দত্তের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠু। কাকার সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে দুই ছেলের সঙ্গে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত বাড়িতে। 

বৌদিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে
বৌদিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে
গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: বৌদিকে খুনের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে। খাটের নিচ থেকে বৌদির চাদর জড়ানো নিথর দেহ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই মৃত গৃহবধূর নাম মিঠু দত্ত (৪২)। মিঠু দত্তের স্বামী দিলীপ দত্ত প্রায় ১২ বছর ধরে নিখোঁজ। প্রতিবেশীদের দাবি, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে দেওর প্রদীপ দত্তের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠু। কাকার সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে দুই ছেলের সঙ্গে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত বাড়িতে।
advertisement
আরও পড়ুনঃ থাকার জন্য বাড়ি ভাড়া নিয়ে চলছিল নিষিদ্ধ কর্মকাণ্ড! গভীর রাতে পুলিশ হানা দিতেই চক্ষু চড়ক গাছ, হাতেনাতে গ্রেফতার ২ চক্রী
গতকাল থেকে মিঠুদেবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার মিঠুদেবীর ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়ায়। খাটের নিচে উঁকি দিতে দেখা যায় রক্তমাখা দেহ। শরীরে রয়েছে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় পুলিশকে। গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারণ নিয়ে পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে মিঠুদেবীকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে আসল সত্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খেলতে খেলতে সাংঘাতিক কাণ্ড! লোহার গেট ভেঙে পড়ে থেঁতলে গেল একরত্তি, মুহূর্তে সব শেষ
সূত্র মারফত জানা যায়, বিগত বেশ কয়েক বছর আগে দাদা দিলীপ দত্ত নিখোঁজ হওয়ার খবর পেয়ে মুম্বই থেকে দেওয়র প্রদীপ দত্ত নিজের স্ত্রী, সন্তানদের রেখে গোবরডাঙ্গার বাড়িতে আসেন। তারপরে আর তিনি মুম্বইয়ে ফেরেননি। বৌদির সঙ্গে গড়ে ওঠে একটি গোপন সম্পর্ক। মিঠুদেবীর দুই ছেলে বড় হওয়ার পরে এই সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো বাড়িতে।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, বৌদিকে খুনের পিছনে হাত রয়েছে দেওরের। গোবরডাঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তদন্তের স্বার্থে দেওর প্রদীপ দত্ত-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেওর-বৌদির অবৈধ প্রেমের সাংঘাতিক পরিণতি! খাটের নিচে পচা দুর্গন্ধ, উঁকি দিতেই সর্বনাশ! হাড়হিম করা কাণ্ড
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement