পুজোর আগে মহিলাদের জন্য দারুণ খবর! এক ছাদের তলায় বৈচিত্র্যময় পণ্যের সম্ভার, শপিং মিস করবেন না, কোথায় জানুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Exhibition in Kalna: কালনা শহর শুধু ঐতিহ্যের জন্যই নয়, এবার নজর কাড়ল মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার প্রয়াসে।অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে এক অভিনব প্রদর্শনী 'গৌরী এল'।
কালনা, বনোয়ারীলাল চৌধুরী: কালনায় মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ প্রদর্শনী ‘গৌরী এল’। পূর্ব বর্ধমানের কালনা শহর শুধু ঐতিহ্যের জন্যই নয়, এবার নজর কাড়ল মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার প্রয়াসে। অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে এক অভিনব প্রদর্শনী ‘গৌরী এল’। সমাজে মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং তাঁদের ছোট ব্যবসাকে বৃহত্তর পরিসরে পরিচিতি দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এই এক্সিবিশনে বসেছে মোট ১৫টি স্টল।
আরও পড়ুনঃ দেওর-বৌদির অবৈধ প্রেমের সাংঘাতিক পরিণতি! খাটের নিচে পচা দুর্গন্ধ, উঁকি দিতেই সর্বনাশ! হাড়হিম করা কাণ্ড
প্রতিটি স্টলেই রয়েছে ভরপুর সামগ্রী। নানান আকর্ষণীয় গার্মেন্টস, স্টাইলিশ ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। সব মিলিয়ে, এক ছাদের তলায় ক্রেতারা পাচ্ছেন বহু বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। উদ্যোক্তা স্মৃতি দেবনাথ জানিয়েছেন, ‘মহিলারা যাঁরা ব্যবসা করেন তাঁরা সেইভাবে বড় জায়গা পান না, তাই পরিচিত বৃদ্ধির জন্য এবং সাধারণ মানুষকে একই ছাদের নিচে নানান জিনিস কেনার সুবিধা করে দিতেই এই উদ্যোগ’।
advertisement
আরও পড়ুনঃ কেন এক লাফে ভর্তির ফি দ্বিগুণ? কর্তৃপক্ষ আলোচনায় না বসলে বিক্ষোভ জারি থাকবে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জোরালো প্রতিবাদ
এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন স্থানীয় মহিলারা। যাঁরা দীর্ঘদিন ধরে ছোটখাটো ব্যবসা চালাচ্ছিলেন কিন্তু সীমিত পরিচিতির কারণে বৃহত্তর বাজারে পৌঁছতে পারছিলেন না, তাঁদের জন্য এই মঞ্চ হয়ে উঠেছে আশীর্বাদস্বরূপ। প্রদর্শনীর মাধ্যমে তাঁদের ব্যবসা একদিকে যেমন সাধারণ মানুষের কাছে পরিচিত হচ্ছে, তেমনি বিক্রিও বাড়ছে। ফলে আর্থিক দিক থেকে তাঁরা ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ক্রেতারাও খুশি। কারণ কম খরচে তাঁরা পাচ্ছেন গুণমান সম্মত পণ্য। বিশেষ করে বিভিন্ন ব্যাগ, গয়না কিংবা খাদ্যদ্রব্যের প্রতি দর্শনার্থীদের উৎসাহ চোখে পড়ার মত। অনেক ক্রেতাই জানাচ্ছেন, এমন প্রদর্শনী হলে তাঁরা নিয়মিত আসবেন। সুমিত্রা সাহা নামের এক ক্রেতা বলেন, ‘অনেক জিনিস আছে, ঘুরে দেখলে সবটা বোঝা যাবে। দামও খুব বেশি নেই, এক কথায় পুজোর আগে বেশ ভালই এই উদ্যোগ’।
advertisement
কালনার এই প্রদর্শনী ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতিদিনই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠছে অঘোরনাথ পার্ক স্টেডিয়াম প্রাঙ্গণ। স্থানীয় মহিলাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী। সমাজে নারীর ক্ষমতায়ন ও তাঁদের অর্থনৈতিক উন্নয়নের পথে ‘গৌরী এল’ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে মহিলাদের জন্য দারুণ খবর! এক ছাদের তলায় বৈচিত্র্যময় পণ্যের সম্ভার, শপিং মিস করবেন না, কোথায় জানুন