সমান অবদান থাকবে মৃৎশিল্পী পাপাই পালেরও। প্রতিমার মধ্যেও থাকবে প্রকৃতির ছোঁয়া। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে সবুজ বাঁচানোর থিম এবার সৃজনী সংঘের। এ বিষয়ে ক্লাব সম্পাদক অরিন্দম চন্দ বলেন, “প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নির্বিচারে চলছে গাছ কাটা। পৃথিবীকে এই ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হলে প্রয়োজন মানবিক চেতনা। তাই দুর্গাপুজোর আনন্দময় পরিবেশে সেই চেতনার উন্মেষ ঘটাতেই আমাদের এই প্রয়াস। মানুষ সচেতন লোক পৃথিবীকে বাঁচাতে হলে এখনই এমন উদ্যোগ নিতে হবে।”
advertisement
আরও পড়ুন : ঘুম ভাঙল গর্জনে! বাইরে বেরিয়েই স্থানীয়রা যা দেখলেন, বিশ্বাসই করতে পারছিলেন না
উদ্যোক্তারা জানাচ্ছেন, শহরে সবুজ ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কংক্রিটের জঙ্গলে অনেকেই হাঁসফাঁস করেন। পুজোর কয়েকটা দিন এই মণ্ডপে এসে তাঁরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন বলে দাবি তাদের। হোগলা পাতা, অর্জুন গাছের ফল, বীজ, বন্য মাশরুম, কদবেলের খোল, শাল পাতা, সেগুন পাতা, নারকেলের কাঠি সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের অন্যতম প্রাচীন জনপ্রিয় এই পুজো। প্রতি বছরই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়। এবার ‘সবুজ বাঁচাও’ থিমে বাড়িয়ে তুলবে দর্শকদের আকর্ষণ, এমনটাই আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে বালুরঘাটের সৃজনী সংঘের এবছরের পুজো আধ্যাত্মিক, সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে এক অনন্য উপহার। পুজো শুধু উৎসব নয়, সমাজকে বার্তা দেওয়ার এক মঞ্চ। এ পুজোর আবহে মানুষ প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক। এমন ভাবনা সত্যিই প্রশংসনীয়।