ঘুম ভাঙল গর্জনে! বাইরে বেরিয়েই স্থানীয়রা যা দেখলেন, বিশ্বাসই করতে পারছিলেন না
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
ঘাতক চিতাবাঘটিকে ধরতে বন দফতরের তরফ থেকে কলা বাড়ি চা বাগানে ৩টি খাঁচা পাতা হয়েছিল।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী : আতঙ্কে ঘুম উড়েছিল স্থানীয়দের। শিশুদের লোহার খাঁচায় বন্ধ রেখে কাজে যাচ্ছিলেন অভিভাবকরা। এবার সেই আতঙ্ক খাঁচাবন্দি। বন দফতরের খাঁচায় ধরা পড়ল ঘাতক চিতাবাঘটি। এমনই দাবি বন দফতরের। যার ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষজন।
জানা গিয়েছে, অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে ঘাতক চিতা বাঘটি। প্রসঙ্গত, গত ২৭ অগস্ট চিতা বাঘের হামলায় মৃত্যু হয়েছিল এলাকার ১২ বছরে এক শিশুর। তারপর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আর অবশেষে সেই চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। যে ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান এলাকায়।
advertisement
advertisement
উল্লেখ্য, ২৭ অগস্ট বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ১২ বছরের এক কিশোরকে বাড়ির সামনে থেকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। তারপর চিতার আক্রমণে মৃত্যু হয় ওই কিশোরের। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল এলাকায়। এই ঘটনার পরে বন দফতরের তরফ থেকে কলা বাড়ি চা বাগানে ৩টি খাঁচা পাতা হয়েছিল। ঘাতক চিতাবাঘটি ধরতে ফাঁদ পেতেছিল বন দফতর।
advertisement
অবশেষে এদিন মঙ্গলবার ভোরবেলা স্থানীয় বাসিন্দারা চিতা বাঘের গর্জন শুনতে পান। সামনে গিয়ে দেখতে পান খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে। খবর পেয়ে বন দফতরের আধিকারিক ও কর্মীরা ছুটে যান। ইতিমধ্যেই সেই চিতা বাঘটিকে খাঁচাসহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যার ফলে কিছুটা স্বস্তি পয়েছেন স্থানীয়রা। তবে আর কোনও চিতাবাঘ এলকায় রয়েছে কিনা, তা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে তাঁদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 12:27 PM IST