TRENDING:

Durga Puja 2025: ইকো ফ্রেন্ডলি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা! শহুরে কোলাহলের মাঝে একটুকরো গ্রাম বাংলা, কোথায় গেলে দেখতে পাবেন?

Last Updated:

Durga Puja 2025: আলিপুরদুয়ার শহরের মিলন সংঘের পুজো এবারে ৮৩-তম বর্ষে পদার্পণ করছে। সাবেকিভাবে এতো দিন পুজো হত ক্লাবে। থিম এসেছে দু'বছর আগে থেকে। এই বছর শহরের ইকো ফ্রেন্ডলি দুর্গা মণ্ডপে হতে চলেছে এই ক্লাবের পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ার শহরের এই পুজো বলবে ঠাকুরবাড়ির গল্প। শহরের কোলাহলের মাঝে গ্রামের পরিবেশ ফিরিয়ে দেওয়া এই বছর মিলন সংঘের উদ্দেশ্য। শহরের ইকো ফ্রেন্ডলি দুর্গা মণ্ডপে হতে চলেছে এই ক্লাবের পুজো।
advertisement

দেবী দুর্গার আগমনের সময় হয়েছে। অন্যান্য বছর এই সময় রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেলেও, এই বছর আকাশের মুখ ভার রয়েছে। বৃষ্টি পড়ছে যখন তখন। পুজো মণ্ডপের সাজসজ্জা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ক্লাবের ভেতর কাজ করছেন শিল্পীরা। এটি পরিবেশবান্ধব মণ্ডপ যেহুতু তৈরি হচ্ছে তার জন্য কার্ড বোর্ড, এক্রেলিক রং এর ব্যবহার চলছে। সঙ্গে থাকছে বাঁশ, কাপড়ের কাজ।

advertisement

আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামের সময়ে মা দুর্গার গা থেকে খুলে নেওয়া হয় রেশমের পোশাক! রক্ত গরম করা ইতিহাসের সাক্ষী নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির দুর্গাপুজো

আলিপুরদুয়ার শহরের মিলন সংঘের পুজো এবারে ৮৩-তম বর্ষে পদার্পণ করছে। সাবেকিভাবে এতো দিন পুজো হত ক্লাবে। থিম এসেছে দু’বছর আগে থেকে। গতবারেও তাঁদের তৈরি থিম প্রশংসা কুড়িয়েছিল। এবছরে গ্রামের পরিবেশ মিলবে এই মণ্ডপে বলে দাবি ক্লাবের কর্মকর্তাদের। শহুরে কোলাহলের মাঝে গ্রাম উঠিয়ে আনা হচ্ছে। বাউল, গ্রামের জীবন যাপন সব উঠে আসবে এই মণ্ডপে।

advertisement

View More

আরও পড়ুনঃ  বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ

ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সম্রাট মিশ্র জানান, ‘পুজো ঘিরে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে। শিল্পীদের সাহায্য করছেন ক্লাবের ছেলেরা। পুজোতে আমাদের সকলের যোগদান রয়েছে। শহরের মাঝে গ্রামের পরিবেশ উপহার দেব জেলা বাসীদের এটি আমাদের লক্ষ্য’।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: ইকো ফ্রেন্ডলি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা! শহুরে কোলাহলের মাঝে একটুকরো গ্রাম বাংলা, কোথায় গেলে দেখতে পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল