দেবী দুর্গার আগমনের সময় হয়েছে। অন্যান্য বছর এই সময় রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেলেও, এই বছর আকাশের মুখ ভার রয়েছে। বৃষ্টি পড়ছে যখন তখন। পুজো মণ্ডপের সাজসজ্জা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ক্লাবের ভেতর কাজ করছেন শিল্পীরা। এটি পরিবেশবান্ধব মণ্ডপ যেহুতু তৈরি হচ্ছে তার জন্য কার্ড বোর্ড, এক্রেলিক রং এর ব্যবহার চলছে। সঙ্গে থাকছে বাঁশ, কাপড়ের কাজ।
advertisement
আলিপুরদুয়ার শহরের মিলন সংঘের পুজো এবারে ৮৩-তম বর্ষে পদার্পণ করছে। সাবেকিভাবে এতো দিন পুজো হত ক্লাবে। থিম এসেছে দু’বছর আগে থেকে। গতবারেও তাঁদের তৈরি থিম প্রশংসা কুড়িয়েছিল। এবছরে গ্রামের পরিবেশ মিলবে এই মণ্ডপে বলে দাবি ক্লাবের কর্মকর্তাদের। শহুরে কোলাহলের মাঝে গ্রাম উঠিয়ে আনা হচ্ছে। বাউল, গ্রামের জীবন যাপন সব উঠে আসবে এই মণ্ডপে।
ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সম্রাট মিশ্র জানান, ‘পুজো ঘিরে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে। শিল্পীদের সাহায্য করছেন ক্লাবের ছেলেরা। পুজোতে আমাদের সকলের যোগদান রয়েছে। শহরের মাঝে গ্রামের পরিবেশ উপহার দেব জেলা বাসীদের এটি আমাদের লক্ষ্য’।