Traditional Durga Puja 2025: স্বাধীনতা সংগ্রামের সময়ে মা দুর্গার গা থেকে খুলে নেওয়া হয় রেশমের পোশাক! রক্ত গরম করা ইতিহাসের সাক্ষী নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির দুর্গাপুজো

Last Updated:

Traditional Durga Puja 2025: ইংরেজ আমলে দেশে যখন স্বদেশী আন্দোলনের জোয়ার। দিকে দিকে বর্জন করা হচ্ছে বিদেশী পণ্য। পিছিয়ে ছিল না নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির পুজো। ঠাকুরের গায়ের রেশমের পোশাক বর্জন করে মাটির সাজ নিয়ে আসা হয়।

+
নেতড়ার

নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির প্রতিমা

নেতড়া, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির পুজো পড়ল ১৪৪ বছরে। ১৮৮১ সালে এই পুজোর সূচনা করেছিলেন রামব্রহ্ম চক্রবর্ত্তী। সেই থেকে চলে আসছে এই পুজো।
পুজো মানেই একটা আলাদা অনুভূতি। আর সেই পুজো যদি হয় ঐতিহাসিক তাহলে তো আর কথাই নেই। রামব্রহ্ম চক্রবর্ত্তী শোভাবাজার রাজবাড়ির প্রধান পুরোহিত ছিলেন। তিনি এবং তাঁর দশ ছেলে মিলে ঘট পুজোর মাধ্যমে শুরু করেছিলেন এই পুজো।
আরও পড়ুনঃ  ৩৫০ বছরে দেবী রূপের বদল নেই! ভেঙেছে নাট মন্দিরের একাংশ, তবু রীতিনীতি মেনেই পটেশ্বরীর পুজো
ইংরেজ আমলে দেশে যখন স্বদেশী আন্দোলনের জোয়ার। দিকে দিকে বর্জন করা হচ্ছে বিদেশী পণ্য। পিছিয়ে ছিল না এই পুজো। তখন ঠাকুরের গায়ের রেশমের পোশাক বর্জন করে মাটির সাজ নিয়ে আসা হয়। তখনই এই পুজো আরও জনপ্রিয় হয়ে ওঠে এলাকায়।
advertisement
advertisement
এই বাড়ির সদস্য গান্ধিজির শিষ্য এলাকার স্বাধীনতা সংগ্রামী ললিত মোহন চক্রবর্তী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে জেলে গিয়েছিলেন। তাঁকে জেল থেকে ছাড়িয়ে ষষ্ঠীর দিনে বাড়িতে নিয়ে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
আরও পড়ুনঃ সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের দাপটেও কাঁপাচ্ছে হাওড়ার ‘এই’ দ্বিসাপ্তাহিক হাট! দেরি না করে ঘুরে আসুন আপনিও
প্রায় ১৪৪ বৎসর আগে টোলের পন্ডিত রামব্রহ্ম চক্রবর্ত্তীর জ্ঞানে মুগ্ধ হয়ে তাঁকে নন্দী উপাধিতে সম্মানিত করেছিলেন নবাব আলীবর্দী খাঁ। তাঁকে ৩০০ বিঘা জমিও দান করেন নবাব। সেই থেকে ডায়মন্ড হারবারের নেতড়া গ্রামের চক্রবর্তী পাড়ার পুজো আজও নন্দীপাড়ার পুজো হিসেবে পরিচিত।
advertisement
কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রেরণায় পটে আঁকা ছবি দিয়ে ঘট পুজোর মাধ্যমে দেবীর আরাধনা শুরু হয় চক্রবর্ত্তীর বাড়িতে। মূল পুজোর ১৭ দিন আগে থেকে শুরু হয় এই পুজোর বোধনের কাজ। এখনও এই নিয়মে চলে পুজো‌। এই পুজো জুড়ে দেয় অতীত ও বর্তমানের সমস্ত ইতিহাস এমন কথা জানিয়েছেন চক্রবর্ত্তী বাড়ির সদস্য শান্তনু চক্রবর্ত্তী। পুজোর সময় এখানে পরিবারের সদস্যদের মহামিলন ঘটে বলে জানিয়েছেন তিনি। ইতিহাসের সাক্ষী হতে এবছর ঘুরে আসতেই পারেন চক্রবর্ত্তী  বাড়ি থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2025: স্বাধীনতা সংগ্রামের সময়ে মা দুর্গার গা থেকে খুলে নেওয়া হয় রেশমের পোশাক! রক্ত গরম করা ইতিহাসের সাক্ষী নেতড়ার চক্রবর্ত্তী বাড়ির দুর্গাপুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement