Howrah Ankurhati Market: সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের দাপটেও কাঁপাচ্ছে হাওড়ার 'এই' দ্বিসাপ্তাহিক হাট! দেরি না করে ঘুরে আসুন আপনিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Ankurhati Market: অনলাইনের শপিং দাপটে কোনঠাসা পাড়ার দোকান। ছোট মাঝারি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। দেখা মিলছে না খরিদ্দার। এদিকে পুজোর আগে ক্রমেই ভিড় বাড়ছে অঙ্কুরহাটি পোশাক হাটে।
অনলাইন শপিংয়ের ভিড়ে মার খাচ্ছে পাড়ার দোকান। সেই দিক থেকে ব্যতিক্রম ছবি অঙ্কুরহাটি পোশাক বাজার। গত কয়েক বছরে ক্রমেই বেড়েছে অনলাইনে কেনাকাটার প্রবনতা। পুজোর সময় বাড়িতে বসে কেনাকাটার ধুম লেগেছে। তাতেই কোণ ঠাসা হয়ে পড়ছে এলাকার ছোট বড় ব্যবসায়ীরা। অনেক বাজারেই ক্রেতাদের অভাব দেখা দিয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
পুজো মানে জুতো, জামা, সাজ, পোশাক থেকে খাবারের উৎসব। পুজো উপলক্ষে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বাঙালির কেনাকাটা। এই সময় খাদ্য দ্রব্য থেকে গৃহস্থালির জিনিস এবং সাজ পোশাক প্রস্তুতকারক বা বিক্রেতা ভাল আয়ের মুখ দেখেন। পুজোর আগে বাড়তি উপার্জন হয় ব্যবসায়ীদের। এই আয় দেবী দুর্গার আশীর্বাদ বলেও মনে করেন অনেকে। আগমনীর আগেই দেবী দুর্গা সকলকে আশীর্বাদ করেন। কিন্তু কয়েক বছরে সেই ছবিতে বদল দেখা দিয়েছে। পর্যাপ্ত ক্রেতা পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
advertisement
এশিয়ার পোশাক হাটের অন্যতম হাওড়ার মঙ্গলা হাট। কয়েক শতাব্দী প্রাচীন এই হাটে সারা বছর হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ঢল নামে। সারা দেশের মানুষ এখানে পোশাক কেনা-বেচার টানে হাজির হয়। একই রকম জেলার অন্যতম পাইকারি বাজারে পোশাক বেচা কেনায় অল্পদিনে দেশ-বিদেশে বেশ গুরুত্ব পেয়েছে অঙ্কুরহাটি পোশাক হাট। সারা বছর মানুষের ভিড় দেখা যায়। সপ্তাহে দু'দিন বৃহস্পতিবার পাইকারি কেনাবেচা হয়। শুক্রবার খুচরো-পাইকারি উভয় বেচা কেনা হয়। পুজোর আগে শুক্রবার রীতিমতো ঠাসা ভিড় জমিয়ে কেনা-বেচা করছে অঙ্কুরহাটি পোশাক হাটে।
advertisement
ক্রেতাদের কথায় জানা যায়, এখানে যেমন ভ্যারাইটিজ পোশাক পাওয়া যায়, এখানে পোশাকের দাম ন্যায্য। গত কয়েক বছরে ক্রমেই জনপ্রিয়তা বেড়েছে অঙ্কুরহাটি পোশাক হাটে। এ প্রসঙ্গে স্থানীয় বিক্রেতারা জানান, অঙ্কুরহাটি পার্শ্ববর্তী হাজার হাজার পোশাক প্রস্তুতকারক ছোট বড় কোম্পানী রয়েছে। হাটে আসা বড় অংশের পোশাক স্থানীয় এলাকা থেকেই আসে। যে কারণে, দামের দিক থেকে অনেকটা সাশ্রয় হয়। খুচরো এবং পাইকারি দাম ভিন্ন থাকে। ফলে উভয় ক্রেতা এই হাটে আসেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)