আরও পড়ুনঃ মুঠো মুঠো ড্রাই ফ্রুটস রোজ সকালে খালি পেটে খাচ্ছেন? জানুন এর ফলে আপনার শরীরে কী হচ্ছে!
আম বাগানের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। কাল্পনিক আম বাগান তৈরি করা হয়েছে প্লাইবোর্ড-সহ বিভিন্ন সামগ্রী দিয়ে। মন্ডপের ভেতরে রয়েছে আমের বাজার। কাল্পনিক আম বাজার তৈরি করা হয়েছে মডেল দিয়ে। মন্ডপের দেওয়ালে রয়েছে আমের ইতিহাস ঐতিহ্যের কথা। পুজো উদ্যোক্তা মঙ্গল দাস বলেন, ‘এই বছর আমরা মালদহ জেলার আমকে তুলে ধরছি পুজোর থিমের মাধ্যমে। প্রতিবছর জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে থাকি। মালদা জেলার বহু আম বিলুপ্তি হয়ে যাচ্ছে। এগুলো কেউ তুলে ধরা হচ্ছে এই থিমের মাধ্যমে। আশা করছি দর্শনার্থীদের ভাল লাগবে।’
advertisement
জেলার বিভিন্ন লুপ্তপ্রায় আমকেও তুলে ধরা হয়েছে তথ্যের মধ্যে। মালদহ জেলার বহু প্রজাতির আম এখন লুপ্তপ্রায়। সেগুলিকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে এমন উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। মালদহ শহরের পুড়াটুলি নাট মন্দিরের এই বছরের পুজো ২৯ তম বর্ষ। প্রতিবছর নিত্যনতুন থিমের পুজো করে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় নাট মন্দিরের পুজো। পুজো থিমের মাধ্যমে জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে থাকে এই পুজা উদ্যোক্তারা। এই বছরও তার ব্যতিক্রমী নয়, এবার দুর্গা পুজোর থিমের মাধ্যমে তারা তুলে ধরছেন জেলার বিখ্যাত আম। থিমের ভাবনাকে বিভিন্নভাবে বাস্তবায়িত করে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছেন উদ্যোগ করা। প্রতিবছরের মত এই বছরও নাট মন্দিরের পুজো দর্শনার্থীদের মন জয় করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
হরষিত সিংহ





