পুজো দেখতে আসা এক দর্শনার্থী রোহিত রায় জানান, “দিনহাটা মহকুমার অন্যান্য পুজো গুলির চাইতে এই পুজোর থিম অনেকটাই আকর্ষণীয় হয়েছে। হলে দূর দূরান্তের বহু মানুষেরা এই পুজোর থিম উপভোগ করতে আসছেন। বর্তমান সময়ে একেবারেই নতুন ধরনের এক থিমের কাজ দেখতে পাওয়া যাচ্ছে এই পুজো কমিটির মন্ডপের মধ্যে। তাইতো মন্ডপ আকর্ষণ করছে বহু দর্শনার্থীদের। মন্ডপের প্রতিটি কোনায় কোনায় রয়েছে থিমের সমস্ত আকর্ষণীয় জিনিসের ছোঁয়া। গোটা পুজো মন্ডপটিকে এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কোন মানুষ দেখে খুব সহজেই বুঝতে পারেন থিমের বার্তা।”
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় বাজার কাঁপাচ্ছে লোভনীয় এই চার বিশেষ মিষ্টি! জানুন দাম কত
আরও পড়ুন: কম্বো থালির অফার! ৫৯৯ ও ৮৯৯-এর থালিতে মন ভরবে ভোজন রসিক বাঙালির! জানুন
এছাড়া মন্ডপের আরও দুই দর্শনার্থী মনোরঞ্জন ঘোষ এবং গৌতম সাহা জানান, “বর্তমান সময়ে যেভাবে ক্রমাগত মানুষ সাফল্যের সিঁড়ি চড়তে গিয়ে ভুল পথে চালিত হয়। তাতে একটা সময়ের পর তাঁর জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার। এই বিষয়টিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের থিমের মধ্যে। থিমের মধ্যে একটি বড় বাজপাখির মুখের ভেতর রয়েছেন দুর্গা মাতা। এই বাজপাখি সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক। যে সব কিছু গ্রাস করে নিতে চায়। তবে তাঁর ভেতরেও দেবী দুর্গা বিরাজ করেন।”
বর্তমান সময়ে যেভাবে প্রতিনিয়ত নিত্যনতুন থিমের সম্ভার দেখতে পাওয়া যায় বেশিরভাগ পুজোর মণ্ডপ গুলিতে। সেই একই পন্থা অবলম্বন করে জেলা কোচবিহারের দিনহাটা মহকুমার এই ক্লাব সকলের নজর আকর্ষণ করেছে। এই থিম প্রতিটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ অংশকে তুলে ধরতে সাহায্য করেছে। ফলে প্রতিটি মানুষ এই থিমের প্রতি আকর্ষিত হচ্ছেন।
Sarthak Pandit





