Viral Combo Offer: কম্বো থালির অফার! ৫৯৯ ও ৮৯৯-এর থালিতে মন ভরবে ভোজন রসিক বাঙালির! জানুন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
একটি থলির নাম আগমনী থালি। এই থালির দাম রাখা হয়েছে মাত্র ৫৯৯ টাকা। আরেকটু থালির নাম দশভূজা থালি। এই থালির দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা।
কোচবিহার: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাইতো ও দুর্গা পুজোয় জমিয়ে খাওয়া দাওয়া ও ঘুরতে বেরোনোর প্ল্যান থাকবেই। অনেকেই একটু কম দামে ভাল মানের খাবার খুঁজে থাকেন এই সময়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়ে অনেকেই রেস্তোরাঁর কথা ভেবে থাকেন। তাইতো, এবার কোচবিহারের এক খ্যাতনামা রেস্তোরাঁ আকর্ষণীয় বেশ কিছু অফার নিয়ে এল সকলের জন্য। পুজো উপলক্ষে এই রেস্তোরাঁ দুটি কম্বো অফার নিয়ে এসেছে গ্রাহকদের উদ্দেশ্যে। এই দুই কম্বো অফার প্রত্যেকটি মানুষের বেশ অনেকটাই পছন্দ হবে।
আরও পড়ুনঃ মুঠো মুঠো ড্রাই ফ্রুটস রোজ সকালে খালি পেটে খাচ্ছেন? জানুন এর ফলে আপনার শরীরে কী হচ্ছে!
রেস্তোরাঁ কর্ণধার অভিরূপ ভট্টাচার্য জানান, “দীর্ঘ সময় ধরে তাঁর এই রেস্তোরাঁ বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। বহু মানুষ তাঁদের খাবার বেশ পছন্দ করেন। স্বল্প মূল্যে ভাল মানের খাবার দেন তাঁরা সকল গ্রাহককে। তাই তো এবার দুর্গা পুজো উপলক্ষে দুটি আকর্ষণীয় কম্বো থালি নিয়ে এসেছেন তাঁরা সকলের জন্য। একটি থলির নাম আগমনী থালি। এই থালির দাম রাখা হয়েছে মাত্র ৫৯৯ টাকা। আরেকটা থালির নাম দশভূজা থালি। এই থালির দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। দুটি থলির মধ্যে একাধিক সুস্বাদু রেসিপি রয়েছে। যেমন বরিশালি পাঠা, ধনেপাতা বাটা মুরগি কিংবা কাঁচা লঙ্কা বাটা মুরগি এবং পদ্মার ইলিশ ভাপা।”
advertisement
দুই গ্রাহক সৌরভ বণিক ও রিঙ্কু দে বণিক জানান, “জেলার অন্যান্য রেস্তোরাঁর চাইতে এই রেস্তোরাঁ বেশ অনেকটাই জনপ্রিয়। বহু মানুষ বিশেষ দিনগুলিতে এই রেস্তরাঁয় এসে থাকেন ভাল খাবারের জন্য। এবার দুর্গা পুজোতেও আকর্ষণীয় দুটি অফার এই রেস্তোরাঁর মালিক নিয়ে এসেছেন সকলের জন্য। যা প্রত্যেকটি মানুষের বেশ অনেকটাই নজর আকর্ষণ করবে। ইতিমধ্যেই এই অফার দুটি শুরু করা হয়েছে রেস্তোরাঁয়। ফলে পুজোয় ঘুরতে বেরোলে এই রেস্তোরাঁয় এসে এই অফারের সুযোগ নিতে পারবেন।”
advertisement
advertisement
ইতিমধ্যেই কোচবিহারের এই রেস্তরাঁয় নাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে। জেলার বাইরের মানুষেরাও এই রেস্তরাঁয় আসেন নিজেদের পছন্দের খাবার খেতে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় থাকা এই রেস্তোরাঁ সকলের পছন্দের খাবার অনেকটাই কম দামে সকলের কাছে হাজির করে। তাই পুজোয় এই রেস্তরাঁয় খেতে যেতেই পারেন।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2024 4:33 PM IST






