Viral Combo Offer: কম্বো থালির অফার! ৫৯৯ ও ৮৯৯-এর থালিতে মন ভরবে ভোজন রসিক বাঙালির! জানুন

Last Updated:

একটি থলির নাম আগমনী থালি। এই থালির দাম রাখা হয়েছে মাত্র ৫৯৯ টাকা। আরেকটু থালির নাম দশভূজা থালি। এই থালির দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা।

+
ভাইরাল

ভাইরাল কম্বো থালি

কোচবিহার: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাইতো ও দুর্গা পুজোয় জমিয়ে খাওয়া দাওয়া ও ঘুরতে বেরোনোর প্ল্যান থাকবেই। অনেকেই একটু কম দামে ভাল মানের খাবার খুঁজে থাকেন এই সময়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়ে অনেকেই রেস্তোরাঁর কথা ভেবে থাকেন। তাইতো, এবার কোচবিহারের এক খ্যাতনামা রেস্তোরাঁ আকর্ষণীয় বেশ কিছু অফার নিয়ে এল সকলের জন্য। পুজো উপলক্ষে এই রেস্তোরাঁ দুটি কম্বো অফার নিয়ে এসেছে গ্রাহকদের উদ্দেশ্যে। এই দুই কম্বো অফার প্রত্যেকটি মানুষের বেশ অনেকটাই পছন্দ হবে।
আরও পড়ুনঃ মুঠো মুঠো ড্রাই ফ্রুটস রোজ সকালে খালি পেটে খাচ্ছেন? জানুন এর ফলে আপনার শরীরে কী হচ্ছে!
রেস্তোরাঁ কর্ণধার অভিরূপ ভট্টাচার্য জানান, “দীর্ঘ সময় ধরে তাঁর এই রেস্তোরাঁ বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। বহু মানুষ তাঁদের খাবার বেশ পছন্দ করেন। স্বল্প মূল্যে ভাল মানের খাবার দেন তাঁরা সকল গ্রাহককে। তাই তো এবার দুর্গা পুজো উপলক্ষে দুটি আকর্ষণীয় কম্বো থালি নিয়ে এসেছেন তাঁরা সকলের জন্য। একটি থলির নাম আগমনী থালি। এই থালির দাম রাখা হয়েছে মাত্র ৫৯৯ টাকা। আরেকটা থালির নাম দশভূজা থালি। এই থালির দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। দুটি থলির মধ্যে একাধিক সুস্বাদু রেসিপি রয়েছে। যেমন বরিশালি পাঠা, ধনেপাতা বাটা মুরগি কিংবা কাঁচা লঙ্কা বাটা মুরগি এবং পদ্মার ইলিশ ভাপা।”
advertisement
দুই গ্রাহক সৌরভ বণিক ও রিঙ্কু দে বণিক জানান, “জেলার অন্যান্য রেস্তোরাঁর চাইতে এই রেস্তোরাঁ বেশ অনেকটাই জনপ্রিয়। বহু মানুষ বিশেষ দিনগুলিতে এই রেস্তরাঁয় এসে থাকেন ভাল খাবারের জন্য। এবার দুর্গা পুজোতেও আকর্ষণীয় দুটি অফার এই রেস্তোরাঁর মালিক নিয়ে এসেছেন সকলের জন্য। যা প্রত্যেকটি মানুষের বেশ অনেকটাই নজর আকর্ষণ করবে। ইতিমধ্যেই এই অফার দুটি শুরু করা হয়েছে রেস্তোরাঁয়। ফলে পুজোয় ঘুরতে বেরোলে এই রেস্তোরাঁয় এসে এই অফারের সুযোগ নিতে পারবেন।”
advertisement
advertisement
ইতিমধ্যেই কোচবিহারের এই রেস্তরাঁয় নাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে। জেলার বাইরের মানুষেরাও এই রেস্তরাঁয় আসেন নিজেদের পছন্দের খাবার খেতে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় থাকা এই রেস্তোরাঁ সকলের পছন্দের খাবার অনেকটাই কম দামে সকলের কাছে হাজির করে। তাই পুজোয় এই রেস্তরাঁয় খেতে যেতেই পারেন।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Combo Offer: কম্বো থালির অফার! ৫৯৯ ও ৮৯৯-এর থালিতে মন ভরবে ভোজন রসিক বাঙালির! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement