আরও পড়ুনঃ রাজ্য সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান ফিরিয়ে দিলেন এই খ্যাতনামা নাট্যকার!
প্রত্যেক বছরে তাঁর নিজের হাতের বানানো মিনি দুর্গার নিখুঁত কাজ নজর কাড়ে। এবারও প্রতিমা বানানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি।জেলার পাশাপাশি ভিন রাজ্যে তেও মিনি দূর্গার চাহিদা রয়েছে ভালই। তবে তিনি একা নন, তাঁকে সহযোগিতা করেন তাঁর পরিবারের লোকজন। গয়না থেকে শুরু করে মাটি, বাঁশ, সুতলি, খড়, পেরেক ও রং- তুলি সবই দরকার পড়ে এই প্রতিমা বানাতে।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে ইডির দফতরে হাজির চন্দ্রনাথ সিনহা, নিয়োগ দুর্নীতি মামলায় তলব মন্ত্রীকে
প্রতিমার সমস্ত গয়না তিনি নিখুঁতভাবে তৈরি করে থাকেন। কারণ বাজারে এসব ছোট জিনিস সহজে মেলে না। তাই, এই ছোট দুর্গা প্রতিমার জন্য তিনি মুকুট থেকে মালা ও অন্যান্য সমস্ত গয়না নিজেই তৈরি করেন। মাত্র ১০ থেকে ১২ ইঞ্চির এই প্রতিমা জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও স্থান পেয়েছে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি প্রতিমা বানিয়ে আসছেন।
সুরজিৎ দে