আগামী ১৫ জুন থেকে পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ হয়ে যাবে তার আগে ভরা পর্যটনের মরশুমে বিশেষ করে আলিপুরদুয়ারের পর্যটন শিল্প ধসে পড়েছে।জঙ্গলভিত্তিক পর্যটন শিল্প আলিপুরদুয়ার জেলায়। তবে শুধু জঙ্গল নয় এখানে এলে দেখা যায় ভুটান পাহাড়ের সৌন্দর্য।
advertisement
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চিলাপাতা, রাজাভাতখাওয়া, বক্সা, জয়ন্তী, জলদাপাড়া পর্যটন কেন্দ্রগুলিতে এলাকার কয়েক হাজার মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় যেমন পর্যটকদের থাকার হোটেল রয়েছে, তেমনই রয়েছে হোমস্টে। এলাকার বাসিন্দারা সংসারে বাড়তি লাভের আশায় এই হোমস্টের ব্যবসা চালাচ্ছেন। সমস্তরকমের সুবিধা থাকে হোমস্টেগুলিতে।
প্রতিবছর গরমের ছুটিতে প্রচুর পর্যটকদের আগমন হয় ডুয়ার্সে। এবার আর দেখা নেই পর্যটকদের। পর্যটক না দেখে কপালে চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসায়ীদের। চিলাপাতার পর্যটন ব্যবসায়ী গণেশ কুমার শা জানান, “প্রতিবছর গরমের ছুটির আগেই বুকিং হয়ে যায় হোটেল, হোমস্টে। কিন্তু এবছর শুধু বুকিং বাতিল হয়েছে। জুন মাসের মাঝে ১৫ তারিখ থেকে বর্ষার কারণে বন্ধ হয়ে যাবে জঙ্গল। পর্যটক তখন এমনিও আসে না।”
Annanya Dey





