আগামী ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব।এই উপলক্ষে তিনটি রুটে স্পেশাল বাস চালানো হবে।আলিপুরদুয়ার থেকে জোড়াই,আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে জলদাপাড়া পর্যন্ত,আলিপুরদুয়ার থেকে কোচবিহার রুটে রাত দশটা পর্যন্ত মিলবে বাস।
আরও পড়ুন: সাগরে ডুবে রয়েছে বাংলাদেশি জাহাজ, গঙ্গাসাগরের আগে বড় নির্দেশ মমতার!
advertisement
উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, “উৎসব দেখতে মানুষ দুরদুরান্ত থেকে আসতেন গাড়ি ভাড়া করে।টাকা অনেকটাই খরচ হয় এক্ষেত্রে।সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন তার জন্য এনবিএসটিসির কাছে অনুরোধ জানিয়েছিলাম।সাড়া মিলেছে।যারফলে আমরা খুশি।”
আরও পড়ুন: এক প্রণামেই পদ হাওয়া, ‘গুরুদেব’ শিশিরের কারণে তৃণমূলে সব খোয়ালেন সুবল
আলিপুরদুয়ার থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বাস পাওয়া গেলেও সন্ধ্যার পর মেলেনা বাস।যারফলে সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষদের।স্পেশাল বাস চালু হলে উৎসব ঘুরে ঠিক সময়ে বাড়ি ফিরে যেতে পারবেন মানুষেরা।ডুয়ার্স উৎসবে রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে বলে দাবি উদ্যোক্তাদের।তাই সবটা নিয়মমাফিক হক চাইছেন তারা।
—– Annanya Dey





