Sisir Adhikari Tmc: এক প্রণামেই পদ হাওয়া, 'গুরুদেব' শিশিরের কারণে তৃণমূলে সব খোয়ালেন সুবল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sisir Adhikari Tmc: কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ।
কাঁথি: কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, সুবল মান্না ঘনিষ্টদের জানিয়েছেন লিখিত নির্দেশ হাতে পাননি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনি কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলেছিলেন। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলনেতার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে সৌজন্য দেখালেও তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন গুরুদেব বলে।
কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ। এই আবহেই শিশির অধিকারীর পা ছুঁয়ে রোষে পড়লেন কাঁথির তৃণমূল নেতা। কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ। এই আবহেই শিশির অধিকারীর পা ছুঁয়ে গুরুদেব বলায় রোষে পড়লেন কাঁথির তৃণমূল নেতা।
advertisement
advertisement
পায়ে হাত দিয়ে প্রণাম করাকে সৌজন্য বলছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাকে গুরুদেব বলায় দলের কর্মীদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কাঁথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করলেন তৃণমূল নেতা। তারপর তাঁকে গুরুদেব বলে সম্বোধনও করে বসলেন। ঘটনাটা ঘটেছিল এইরকম। শুক্রবার কাঁথির এক বেসরকারি সকুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
advertisement
মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। পরে বক্তব্য রাখার সময় ‘পূজ্যপদ গুরুদেব’ বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে। তিনি বলেন, ‘মা জন্ম দিয়েছেন। পথ চলা, আজ যে এই জায়গায় পৌঁছেছি,পূজ্যপদ গুরুদেব এখানে আছেন। তাঁকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে।’ এরপরেই তার এহেন আচরণের জন্য তাকে শো-কজ করেছিল দল। সূত্রের খবর, এর পরেই তাকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 1:58 PM IST