Anupam Hazra: লোকসভা ভোটের আগে অনুপমকে আরও গুরুত্বহীন করে দিল বিজেপি, বড় সিদ্ধান্ত নাড্ডার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অনেক দিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷
কলকাতা: অনেক দিন ধরেই রাজ্যে দলের মধ্যে কোণঠাসা হয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বও যে তাঁর পাশে নেই, তা পরিষ্কার হয়ে যাচ্ছিল৷ শেষ পর্যন্ত অনুপম হাজরাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ মঙ্গলবার কলকাতা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি৷ পরে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বিজেপি-র পক্ষ থেকে৷
অনেক দিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িত থাকার মতো অভিযোগ এনেছেন৷ ফলে অনুপমকে নিয়ে বিরক্ত ছিলেন দলের রাজ্য নেতারাও৷ অনুপমের কার্যকলাপে যে দলের বিড়ম্বনা বাড়ছে, দিল্লিতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল৷
advertisement
advertisement
অনুপমের অবশ্য আশা ছিল, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন তিনি৷ কিন্তু কয়েকদিন আগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ৷ এই সিদ্ধান্তের মাধ্যমেই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল, অনুপমের পাশে নেই তারা৷
advertisement
এর পরে যা হওয়ার শেষ পর্যন্ত তাই হল৷ কলকাতায় এসেই অনুপমের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ অনুপমের আনা যাবতীয় অভিযোগকে যে দলের কেন্দ্রীয় নেতারা গুরুত্ব দেননি, এই সিদ্ধান্তেই তা স্পষ্ট৷ বরং লোকসভা নির্বাচনের আগে কার্যত অনুপমকে নিষ্ক্রিয়ই করে দিল বিজেপি৷ বোলপুরের প্রাক্তন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ এবার কী হয়, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 12:45 AM IST