Anupam Hazra: লোকসভা ভোটের আগে অনুপমকে আরও গুরুত্বহীন করে দিল বিজেপি, বড় সিদ্ধান্ত নাড্ডার

Last Updated:

অনেক দিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷

অনুপম হাজরা ফাইল ছবি
অনুপম হাজরা ফাইল ছবি
কলকাতা: অনেক দিন ধরেই রাজ্যে দলের মধ্যে কোণঠাসা হয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বও যে তাঁর পাশে নেই, তা পরিষ্কার হয়ে যাচ্ছিল৷ শেষ পর্যন্ত অনুপম হাজরাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ মঙ্গলবার কলকাতা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি৷ পরে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বিজেপি-র পক্ষ থেকে৷
অনেক দিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িত থাকার মতো অভিযোগ এনেছেন৷ ফলে অনুপমকে নিয়ে বিরক্ত ছিলেন দলের রাজ্য নেতারাও৷ অনুপমের কার্যকলাপে যে দলের বিড়ম্বনা বাড়ছে, দিল্লিতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল৷
advertisement
advertisement
অনুপমের অবশ্য আশা ছিল, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন তিনি৷ কিন্তু কয়েকদিন আগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ৷ এই সিদ্ধান্তের মাধ্যমেই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল, অনুপমের পাশে নেই তারা৷
advertisement
এর পরে যা হওয়ার শেষ পর্যন্ত তাই হল৷ কলকাতায় এসেই অনুপমের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ অনুপমের আনা যাবতীয় অভিযোগকে যে দলের কেন্দ্রীয় নেতারা গুরুত্ব দেননি, এই সিদ্ধান্তেই তা স্পষ্ট৷ বরং লোকসভা নির্বাচনের আগে কার্যত অনুপমকে নিষ্ক্রিয়ই করে দিল বিজেপি৷ বোলপুরের প্রাক্তন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ এবার কী হয়, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra: লোকসভা ভোটের আগে অনুপমকে আরও গুরুত্বহীন করে দিল বিজেপি, বড় সিদ্ধান্ত নাড্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement