Amit Shah on Ram Mandir: বাংলাতেও বাজি রাম মন্দির, প্রচারে ঝড় তুলতে বললেন শাহ! ৩৫-এর লক্ষ্যে আর কী নির্দেশ?

Last Updated:

এ দিন আইটি সেলের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেন অমিত শাহ৷

বিজেপি আইটি সেলের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
বিজেপি আইটি সেলের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলাতেও রাম মন্দিরের উপরেই বাজি ধরছে বিজেপি৷ কলকাতায় দলে আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠকে তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন ন্যাশনাল লাইব্রেরিতে দলের আইটি সেলের সঙ্গে বৈঠকেই এই নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন৷ লোকসভা নির্বাচনের আগে গোটা দেশেই যে বিজেপি রাম মন্দিরকে প্রচারের ইস্যু করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না৷ সূত্রের খবর, রাম মন্দির নির্মাণ এবং তার পিছনে বিজেপি-র কী অবদান, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে প্রচারে ঝড় তোলার জন্য এ দিন নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷
advertisement
advertisement
তবে শুধু রাম মন্দির নয়, পাশাপাশি তৃণমূলের দুর্নীতি নিয়ে সামাজিক মাধ্যমে জোরদার প্রচারের নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷ শুধুমাত্র সংবাদমাধ্যমের ভরসায় না থেকে নিজেদেরই উদ্যোগ নিয়ে তৃণমূল এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির খবর সাধারণ মানুষের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য দলের আইটি সেলকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিশেষত, রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতিকে প্রচারের হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন অমিত শাহ৷ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারেরও নির্দেশ দেন তিনি৷
advertisement
এ দিন আইটি সেলের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেন অমিত শাহ৷ এ দিনও অমিত শাহ দলের রাজ্য নেতাদের লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন৷ সিএএ কার্যকর হবে বলেও এ দিন আরও একবার দাবি করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah on Ram Mandir: বাংলাতেও বাজি রাম মন্দির, প্রচারে ঝড় তুলতে বললেন শাহ! ৩৫-এর লক্ষ্যে আর কী নির্দেশ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement