আরও পড়ুন: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা
গরু পালনকারী নারায়ণ রায় জানান, প্রায় ১০-১৫ দিন আগে তাঁর বাড়ির গরুটি দুই বাছুরের জন্ম দেয়। একটি মেয়ে বাছুর এবং অন্যটি ছেলে। দীর্ঘ সময় ধরে গরু পালন করছেন তিনি। তবে এমন ঘটনা তিনি কোনও দিন দেখেননি। তাই এই ঘটনা ঘটার পর রীতিমতো অবাক হয়ে যান তিনি। পরিবারের বাকি সদস্যরাও ঘটনার কথা জানতে পেরে উৎসাহিত হয়ে পড়েন। তারপর থেকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকার লোকের মুখে মুখে। বাছুর দু’টিকে দেখতে প্রতিনিয়ত বহু মানুষ তাঁদের বাড়িতে আসছেন। শুধু তাই নয়, বাছুর দু’টি সম্পূর্ণ সুস্থ রয়েছে, জন্মের সময়ও সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই বাছুর দু’টি জন্ম নিয়েছে।
advertisement
এলাকার স্থানীয় বাসিন্দা দীলিপ মজুমদার জানান, এলাকার স্থানীয় মানুষরাও এই ঘটনা এই প্রথম দেখার সুযোগ পেলেন, ফলে এলাকার মানুষের মধ্যেও একটা আলাদা উদ্দীপনা কাজ করছে। প্রতিনিয়ত বহু মানুষ উৎসাহিত ভাবে ওই গৃহস্থ বাড়িতে ভিড় জমাচ্ছেন। এমন বিরল ঘটনা এলাকায় কিংবা কোচবিহারে আগে কোনদিনও ঘটেনি বলে দাবি দীলিপ মজুমদারের।
পশু চিকিৎসক রাজকুমার রায় বলেন, “সাধারণভাবে গরুর যমজ সন্তান জন্ম নেওয়ার বিষয়টি খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তার উপর এই ক্ষেত্রে আবার দু’টি ভিন্ন লিঙ্গের, ফলে ঘটনাটি একেবারেই বিরল।”