আরও পড়ুন: স্বজনহারার দুঃখ ঘুচিয়ে মুখে হাসি ফোটাল বন বিভাগ, ডুয়ার্সের জঙ্গলে যা হল
রাসায়নিক আবিরের ক্ষতিকারক ব্যবহার থেকে মানুষকে রক্ষা করতেই সরকারি বিভাগের এই ভেষজ আবির তৈরির উদ্যোগ। মূলত মুলতানি মাটি সহ বিভিন্ন ফল ও পাতা দিয়ে তৈরি হচ্ছে এই আবির। গত বছরও সম্পূর্ণ ভেষজ উপায়ে এই আবির তৈরি করা হয়েছিল নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্টের পক্ষ থেকে। যার পরিমাণ ছিল ৩.৫ কুইন্টাল। তবে ব্যাপক চাহিদা থাকায় এবার প্রায় ৭ কুইন্টাল আবির তৈরি করা হচ্ছে বলে সরকারি ওই বিভাগ থেকে জানা গিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্টের ডিএফও এসপি শর্মা বলেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় এই আবির বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। শিলিগুড়ি চিলড্রেনস পার্ক সংলগ্ন বিদ্যুৎ দফতরের অফিসের ঠিক উল্টোপাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্টের সামনে খোলা হয়েছে ভেষজ আবির বিক্রয় কেন্দ্র। ইতিমধ্যেই মানুষ কিনতে শুরু করেছে এই আবির।
অনির্বাণ রায়