পথ কুকুররা এই ঠান্ডায় বাইরে কোনভাবে রাত কাটাতে পারবে না। ঠান্ডার কারণেই দেখা যায় অসুস্থ হয়ে মারা যেতে পথ কুকুরদের। দুর্ঘটনায় মারা গিয়েছে অনেক কুকুরের ছানা। এই ঘটনাগুলি রোধ করতে আলিপুরদুয়ারের কিছু যুবক-যুবতী ডগ শেল্টার নিয়ে ভাবনার কাজ শুরু করেন।
আরও পড়ুন- ঠান্ডায় জবুথবু,শীতের বিরাট ঝাঁকুনি অপেক্ষা,৪৮ঘণ্টার ব্যবধানে বদলাবে হাওয়ার গতি
advertisement
পিচের ড্রাম কেটে তার মধ্যে কম্বল স্ক্রু দিয়ে লাগিয়ে এটি কে তৈরি করা হয়েছে ডগ সেল্টার। আলিপুরদুয়ার শহরে গেলে দেখা যায় অরবিন্দ নগর মাঠ, কলেজ পাড়া,সুতলি পট্টি, পার্ক রোড এবং সারদা পল্লীতে সেল্টার গুলি বসানো হয়েছে। ড্রাম গুলি যাতে না সরে যায় তার জন্য সেগুলির চারিদিকে রড দিয়ে তা মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে।
আরও পড়ুন- শরতের পর ফের শীতে দুর্গাপুজোয়ে আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন?
ময়ূখ তালুকদার নামে এক যুবক জানান, ” শহরের সাতটি স্থানে দেওয়া হয়েছে এই ডগ সেল্টার গুলি। ইতিমধ্যেই খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বর্ষার দিনে কম্বল গুলি খুলে নেওয়া হবে। আবার শীত পড়তে কম্বল দিয়ে দেওয়া হবে। এলাকার বাসিন্দারা এই শেল্টার গুলির দেখভাল করবেন বলে জানিয়েছেন।”
Annanya Dey