Winter Durga Puja: শরতের পর ফের শীতে দুর্গাপুজোয় আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন? ঘটনা জানুন

Last Updated:

শীতের দুর্গাপুজোতে সরগরম জলপাইগুড়ি! ঐতিহ্যবাহী কাত্যায়নী পুজোতে উৎসব মুখর পরিবেশ৷ এই পুজো শরতের দুর্গাপূজো নয় ঠিকই এটা শীতকালীন দুর্গাপুজো। 

+
ঐতিহ্যবাহী

ঐতিহ্যবাহী কাত্যায়নী 

জলপাইগুড়ি: শরতের পর ফের দুর্গাপুজায় আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন? এই পুজো শরতের দুর্গাপুজো নয় ঠিকই এটা শীতকালীন দুর্গাপুজো। জলপাইগুড়ির একটি ঐতিহ্যসম এই পুজোর অপেক্ষাতেও দিন গোনে জলপাইগুড়িবাসী। তাই অন্যথা হয়নি এবছরও। এবারও জলপাইগুড়ির রায়কত পাড়ায় ভট্টাচার্য পরিবারে ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কাত্যায়নী পুজো।
দেবী কাত্যায়নী দুর্গার ষষ্ঠ রূপ, যাকে ‘নবদূর্গা’ হিসেবেও পুজো করা হয়। দেবী কাত্যায়নী শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে পরিচিত, আর তাঁর আরাধনা অতুলনীয় শুভকারক শক্তি প্রদান করে। এই পুজোর ইতিহাস বহু প্রাচীন। কাত্যায়নী মুণি প্রথম এই পুজোর প্রবর্তন করেছিলেন, এবং সেই কারণেই পুজোটির নামকরণ হয়েছে কাত্যায়নী পুজো।
advertisement
advertisement
জলপাইগুড়ির রায়কত পাড়ায় ভট্টাচার্য পরিবারে এই পুজো শুরু হয় ১৯৪৭ সালে। তবে, এই পুজো আগে বাংলাদেশে অনুষ্ঠিত হত। কিন্তু ,পরবর্তীতে ছ’ভাই মিলে জলপাইগুড়িতে এই পুজো অনুষ্ঠিত করতে থাকেন। নবমী পুজোর দিন রায়কত পাড়ার ভট্টাচার্য বাড়িতে অনুষ্ঠিত হল অত্যন্ত সাড়ম্বরে ও নিয়ম নিষ্ঠার সঙ্গে কাত্যায়নী পুজো। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে, পুজোর সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হয়। পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে, দেবী কাত্যায়নীর মহিমা ও আশীর্বাদ লাভের উদ্দেশেভক্তরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
advertisement
ভট্টাচার্য পরিবার তাদের পবিত্র ঐতিহ্য রক্ষা করে এই পুজো পালন করতে থাকে, যা জলপাইগুড়ির সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই শীতকালেও দুর্গাপুজোর আমেজে উৎসবের পরিবেশ জলশহরে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Winter Durga Puja: শরতের পর ফের শীতে দুর্গাপুজোয় আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন? ঘটনা জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement