বাজারের এক লাইট বিক্রেতা রামকৃষ্ণ সাহা জানান, “প্রতিবছর জেলার মানুষের জন্য একাধিক নিত্যনতুন লাইটের সম্ভার তিনি নিয়ে আসেন। চলতি বছরেও বেশ কয়েকটি নতুন ধরনের লাইট তিনি নিয়ে এসেছেন। তবে এই লাইটগুলির মধ্যে দুটি লাইট বিশেষভাবে ট্রেন্ডিং হয়ে উঠেছে জেলার বাজারে। একটি লাইট দেখতে হুবহু গম গাছের মতন। আরেকটি দেখতে অর্কিড ফুলের মতন। প্রায় বেশিরভাগ ক্রেতারাই এই লাইটগুলি কিনতে পছন্দ করছেন। বর্তমান সময়ে লাইটের চাহিদা অনুযায়ী দোকান তারা দিতে পারছেন না পর্যাপ্ত ভাবে।”
advertisement
আরও পড়ুন: রোজ একগ্লাস ছাতুর শরবত, ভ্যানিশ শরীরের জটিল-কঠিন রোগ! শুধু এভাবে বানিয়ে নিন
বাজারের আরেক লাইট বিক্রেতা জীবন সাহা জানান “এবারের বাজারে ট্রেন্ডিং গমের লাইটের দাম ৮০০ টাকা এবং অর্কিড ফুলের লাইটের দাম ১৫০০ টাকা। যদিও দাম সামান্য বেশি বলে মনে করেন অনেকে। তবে এই লাইটগুলি দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট হবে না।” বাজারের লাইট কিনতে আসা এক গ্রাহক জয়ন্ত পাল জানান, “চলতি বছরে বাজারে বিক্রি হওয়া এই আকর্ষণীয় লাইটগুলি বেশ অনেকটাই পছন্দ হচ্ছে সকল ক্রেতাদের। প্রতিবছর নিত্যনতুন ধরনের লাইট বাজারের ট্রেন্ডিং হয়ে ওঠে। এবারও একই রকম হয়েছে। তবে এই লাইটগুলি দেখতে সত্যি আকর্ষণীয়।”
আরও পড়ুন: ২৯ ফুটের বিশাল কালী! এবার পুজোয় বড় আকর্ষণ হতে চলেছে সীমান্তের কালী পুজো
চলতি বছরের দীপাবলীর আলোর উৎসবে এই দুই নতুন ধরনের লাইট বাজার দখল করেছে অনেকটাই। এটুকু বলাই যায় এবার দিপাবলীর আলোর উৎসবে বেশিরভাগ বাড়িতেই ঝলমল করবে কৃত্রিম গম ও অর্কিডের আলোর রোশনাই। বিক্রেতারাও অনেকটাই খুশি এই দুই লাইট প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার কারণে।
Sarthak Pandit





