TRENDING:

Durga Puja 2024: রবীন্দ্রনাথ ঠাকুরের অদেখা একগুচ্ছ ছবি! কোন সময় কেমন ছিলেন বিশ্বকবি? এবারের পুজোর বিশেষ থিম

Last Updated:

Durga Puja 2024: যেন এক টুকরো শান্তিনিকেতন। এবার পুজোয় শান্তিনিকেতন না গিয়েই পাবেন আমেজ। মালদহে শান্তিনিকেতনের আদলেই তৈরি হয়েছে পুজো মন্ডপ। রয়েছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে একাধিক ভবন। মন্ডপ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বয়সের ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: যেন এক টুকরো শান্তিনিকেতন। এবার পুজোয় শান্তিনিকেতন না গিয়েই পাবেন আমেজ। মালদহে শান্তিনিকেতনের আদলেই তৈরি হয়েছে পুজো মন্ডপ। রয়েছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে একাধিক ভবন। মন্ডপ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বয়সের ছবি। এই মন্ডপে আসলেই এক অন্য অনুভূতি মিলবে।
advertisement

অনেকের এখনও শান্তিনিকেতন দেখা হয়নি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এবার মালদহ শহরের বেলতলা ক্লাবের এই প্রয়াস। মন্ডপ তৈরি হয়েছে শান্তিনিকেতনের উপাসনা গৃহের আদলে। এছাড়াও রয়েছে বিশ্বভারতীর বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনগুলির প্রতিকৃতি। উপাসনা গৃহের সঙ্গে গোটা বিশ্বভারতীর নানান দর্শনীয় ভবন গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে মন্ডপ চত্বরে। গোটা মন্ডপ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বয়সের ছবি।

advertisement

এছাড়াও মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে গ্রাম বাঙলার নানান সামগ্রী। আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর সুন্দর চিত্র। সব মিলিয়ে এখানে আসলেই দর্শনার্থীদের মিলবে শান্তিনিকেতনের আমেজ। পুজো কমিটির সম্পাদক কৌশিক অধিকারী বলেন,”শান্তিনিকেতনের উপাসনা গৃহের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। বিভিন্ন বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে মন্ডপের চারিদিকে। এখানে আসলেই দর্শকেরা শান্তিনিকেতনের আমেজ পাবেন। আশা করছি আমাদের এই প্রয়াস দর্শণার্থীদের মন জয় করবে”।

advertisement

আরও পড়ুনঃ KKR News: মিলবে না কোনও অঙ্ক! রিটেনশনে সবথেকে বড় চমক দেবে কেকেআর! তাহলে কারা থাকছে দলে?

View More

মালদহ শহরের বেলতলা ক্লাবের পুজো এই বছর ২৮ তম বর্ষ। এই বছর পুজোর বাজেট প্রায় ছয় লক্ষ টাকা। প্রতিবছরের মত এই বছরে ও পুজোর থিমে বিশেষ আকর্ষণ থাকছে। দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে নতুন চিন্তাভাবনায় এবারের পূ্জো করছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা আশাবাদী তাদের এই চিন্তা ভাবনা দর্শনার্থীদের নজর কড়বে। শুধুমাত্র মণ্ডপ সাজ্জায় নয়, আলোক সজ্জাতেও বিশেষ আকর্ষণ থাকতে বেলতলা ক্লাবের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: রবীন্দ্রনাথ ঠাকুরের অদেখা একগুচ্ছ ছবি! কোন সময় কেমন ছিলেন বিশ্বকবি? এবারের পুজোর বিশেষ থিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল