রেল সূত্রে জানা গিয়েছে নৈহাটি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত রেলের। আগামী ৬ জানুয়ারি রাত ১১টা ১০ থেকে ৭ জানুয়ারি ৭.১০ পর্যন্ত চলবে কাজ। এই ০৮ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে ৬ জানুয়ারি যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল
নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫৫৭/ ডাউন ৩৭৫৫৮.
advertisement
শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬
কল্যাণী সিমন্ত – নৈহাটি: ডাউন ৩১১৯২
০৭ জানুয়ারি বাতিল
নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩ এবং ৩৭৫২৫/ ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪ এবং ৩৭৫২৬
শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২
শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬১১/ ডাউন ৩১৬১৪
ঘুরপথে ৬ জানুয়ারি চলবে যে সমস্ত ট্রেন
আপ ১৩১৫৩ শিয়ালদহ – মালদহ টাউন গৌড় এক্সপ্রেস এবং ১৩১৮৯ শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে ডাইভার্ট করা হবে এবং ডানকুনিতে থামবে।
০৭ জানুয়ারি ঘুরপথে চলবে- ১৩১৬০ জোগবানি-কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ গোরখপুর-কলকাতা এক্সপ্রেস, ১৩১৫৪ মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস এবং ১৩১৮৬ জয়নগর-কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেস।ডানকুনিতে স্টপেজ দিবে।
ডানকুনি এ ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৬৪ সহরসা – শিয়ালদহ হাট বাজার এক্সপ্রেস, ১৩১৯০ বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস এবং ১৩১৪৬ রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস দানকুড়ভিয়া, রামধাভিয়া রামধাভিয়া নতুন করে দানকুড্ডা, বরকাড্ডা থেকে মোড় নেওয়া হবে।