জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নুরু শেখ (৬৫)। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে তারই পুত্রবধূ সুলতানা বিবির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট মেয়ের দীর্ঘদিন আগেই বিয়ে হয়েছে। বাকি দুই ছেলে বিয়ে করে তাদের ঘর সংসার নিয়ে পাশেই পৃথকভাবে বসবাস করে। কিন্তু পৃথকভাবে বসবাস করলেও, বেশ কিছুদিন ধরেই বড় ছেলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে তার শ্বশুরের পারিবারিক গন্ডগোল চলছিল।
advertisement
অভিযোগ, সুলতানা তার শ্বশুরের জমি জায়গা হাতানোর চেষ্টায় লেগেছিল। সেই বিবাদের জেরে বৃহস্পতিবার সুলতানা তার শ্বশুরের গোপনাঙ্গে আঘাত করে। এরপর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীরা অভিযুক্ত গৃহবধূকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। এরপর অভিযুক্ত গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।