ইতিমধ্যেই ঘন কুয়াশা এবং মেঘে ঢাকা আকাশ জানান দিচ্ছে গুটিগুটি পায়ে উত্তরবঙ্গে শীত আসছে। সমতল থেকে শুরু করে পাহাড়ে পারদ নামতে শুরু করেছে। সব মিলিয়ে হার কাঁপানো ঠান্ডা আস্তে চলেছে উত্তরবঙ্গে। ঠান্ডা আসার সাথে সাথেই দেখা মিলল পাহাড়ের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে নিজের শরীরকে গরম করতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা। শীত আসলেই পাহাড়ের বিভিন্ন জায়গায় বা হোমস্টেতে যেমন পর্যটকেরা বন ফায়ার করতে মরিয়া হয়ে ওঠে তেমনি ঠান্ডার থেকে স্বস্তি পেতে রাস্তার ধারেই লকড়ি বা কাঠ কেটে আগুন জ্বালিয়ে সেই আগুনের তাপে নিজেদের শরীর গরম রাখতে ছোট্ট ছোট্ট বন ফায়ার স্থানীয়দের।
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বিবেক রাউথ বলেন, ‘‘নভেম্বর মাস আস্তেই শৈল শহর দার্জিলিয়ে বেজায় ঠান্ডা সেই অর্থেই আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে স্বস্তি দিতে সকলে বসে আড্ডা দিতে দিতে আগুন তাপাচ্ছি। ঠান্ডার সময় এই আগুনের পাশে বসে আড্ডা দিতে বেশ ভাল লাগে।’’
শৈল শহরে পারদ কমতে না কমতেই শীতের আগে যে মেতে উঠল পর্যটক থেকে শুরু করে স্থানীয় সকলেই। সব মিলিয়ে চলতি মাসেই জাকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে। এ যেন এক অন্যরকম আমেজ। শীত আসতেই বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট করে আগুন জ্বালিয়ে সে আগুনের ধারে বসে চলে জমজমাটি আড্ডা সঙ্গে ঠান্ডার থেকে শরীরকে স্বস্তি দিতে হাত পা আগুনে একটু সেকে নিলেই বেজায় আরাম। এ যেন এক শীতের উৎসব।
Sujoy Ghosh





