Wired News: ‘স্যার হাওড়া যানা হ্যায়’- প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল যুবক, GRP আটকালো, তল্লাশিতে যা বেরোল, চোখ ফেটে বেরোবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Wired News: হাওড়া যাব বলে আসলে কোথায় যাচ্ছিল লোকটা, আর ব্যাগে কী ছিল
বারাণসী: ফের একবার বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে হাওলাতে ব্যবহার হতে যাওয়া নগদ কালো টাকা উদ্ধার করা হয়েছে। ৪৭ লক্ষ টাকা নিয়ে এক সোনা ব্যবসায়ীকে আটক করেছে জিআরপি। জিআরপি যখন নগদে বা বিপুল পরিমাণ ক্যাশ কী বিবরণ জানতে চাইলে, ব্যবসায়ী জানান যে তিনি ৪৭ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন ড্রাইফ্রুটস কিনতে যাচ্ছেন৷ জিআরপি সেই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে এবং সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে। Photo- File
advertisement
আসলে, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে জিআরপি চেক করার সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। সন্দেহজনক গতিবিধি দেখে জিআরপি জওয়ানরা৷ তাঁদের দেখেই কাঁধে ব্যাগ নিয়ে যেতে দেখে মুখ লুকাতে শুরু করে ওই ব্যক্তি। জিআরপি কর্মীদের সন্দেহ হলে তাঁরা ব্যাগ চেক করতে শুরু করে৷ Photo- File
advertisement
ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। ওই ব্যবসায়ী জানান যে তিনি ড্রাই ফ্রুটস কিনতে বারানসী থেকে কলকাতা যাচ্ছিলেন। ব্যবসায়ী বারাণসীর চক এলাকার বাসিন্দা। কড়া জিজ্ঞাসাবাদে বিপুল নগদ টাকার উৎসের সঠিক প্রমাণ দিতে পারেননি। হাওলার টাকা সন্দেহে জিআরপি নগদ টাকা বাজেয়াপ্ত করে এবং ব্যবসায়ীকে হেফাজতে নেয়। Photo- File
advertisement
জিআরপি স্টেশন ইনচার্জ কুঁওয়র প্রতাপ সিং বলেছেন, '8 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি ইনচার্জ হেমন্ত কুমার সিং এবং তাঁর দল চেকিং করছিল। তল্লাশির সময় ফুটওভার ব্রিজের নিচ থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম শিবকুমার ভার্মা বলে। গোলা গলি চকের বাসিন্দা। শিবকুমার যে ব্যাগটি নিয়ে যাচ্ছিল তার থেকে ৪৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তিনি ড্রাই ফ্রুটস কিনতে হাওড়া যাচ্ছেন কিন্তু এ ব্যাপারে কোনও ডকুমেন্ট দেখাতে পারেননি৷ এত টাকা নিয়ে যাতায়াতের কোনওরকম ডকুমেন্ট তাঁর ছিল না৷ পুরো বিষয়টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জানানো হয়েছে৷
advertisement
সিং আরও বলেছেন, 'ওই লোকটি এই ক্যাশ সম্পর্কে সঠিকভাবে কিছু বলছে না। বলা হচ্ছে ড্রাই ফ্রুট কিনতে যাচ্ছেন কিন্তু সম্ভবত তা গয়না-হাওয়ালার টাকা। যা নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ায়। এই মুহূর্তে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা গয়না-হাওয়ালার টাকা। একটি ব্যাগ ছিল এবং সেই ব্যাগের ভিতরে একটি ব্যাগ ছিল।’ সম্ভবত অভিযুক্ত ব্যক্তি দুন এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিল৷ Photo- File
advertisement








