আরও পড়ুন: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়
দার্জিলিং পুর এলাকায় ৭০ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন পুরপ্রধান দীপেন ঠাকুরি। প্রায় ৮ কোটি টাকা খরচ করে শহরকে ঢেলে সাজানোর এই কাজ শুরু হতে চলেছে। এরমধ্যে পানীয় জল, পথবাতি, রাস্তা, সুলভ শৌচালয় তৈরির মত বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার ফলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও সুবিধা হবে।
advertisement
এই মেগা শিলান্যাস অনুষ্ঠানে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিঙের উপ-পুরপ্রধান প্রতিভা রাই, কাউন্সিলর বিষ্ণু মল্ল, মুকুন্দ রাজ বরাইলি, গণেশ সার্কি, সিতম লামা, বিজয় গজমের, সুধা লামা’রা। ওই অনুষ্ঠানে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নওশাদ রহমান দার্জিলিং পুরসভাকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন। ফলে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ আগামী দিনে আরও ভালভাবে করা যাবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই উদ্যোগ প্রসঙ্গে দার্জিলিঙের পুরপ্রধান দীপেন ঠাকুরি বলেন, শহর বড় হচ্ছে, প্রচুর লোকের আনাগোনা বেড়েছে। তাই এই ধরনের কাজ খুব স্বাভাবিক ছিল। গ্রিন সিটি মিশনের আওতায় পথবাতি লাগানোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া হবে। এছাড়া ২০ টি ঝোরা সংস্কার, ৫৪ টি সুলভ শৌচালয় তৈরি করা হবে। সব মিলিয়ে দার্জিলিং-কে সম্পূর্ন নতুন রূপে সবার সামনে তুলে ধরতে উদ্যোগী পুরসভা।
অনির্বাণ রায়