Maha Shivratri 2024: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকালধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গিয়েছে
আলিপুরদুয়ার: মহা শিবরাত্রিতে পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে প্রবেশ ভক্তদের। এভাবেই ভক্তরা পৌঁছে গেলেন জয়ন্তী মহাকালধামের শিবতীর্থে। অবশ্য এটা প্রতিবছরেরই ছবি।
ভারতের রাস্তা ধরে যেতে হবে ভুটানে। তবেই পাওয়া যাবে মহাদেবের দর্শন। দেবাদিদেবের ভক্তরা সমস্ত কষ্ট সহ্য করে প্রতিবছর মহা শিবরাত্রিতে পৌঁছে যান জয়ন্তী মহাকালধামের শিবতীর্থে, যা বড় মহাকালধাম নামে পরিচিত।
advertisement
শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকালধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গিয়েছে। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকালধামে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় ।
advertisement
প্রতিবেশী দেশ ভুটানের জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেড়তে হয়। এরপর জয়ন্তী নদী পার হয়ে বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ৩০০০ ফুট উঁচু পাহাড়ে উঠতে হবে। তবেই পৌঁছতে পারবেন মহাকালধামে ।
বছরের অন্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ। ভুটান প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, ভুটান ও আলিপুরদুয়ার প্রশাসন ভক্তদের সমস্ত রকম সাহায্য করছে। রাস্তা যেহেতু অনেকটা তাই পুলিশ সহায়তা কেন্দ্র, মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তায় ভাণ্ডারা খোলা হয়েছে। ভক্তদের জানানো হয়েছে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2024 5:01 PM IST









