Bengali News: রাতে উনুন নিভিয়ে শুতে ভুলে গিয়েছিলেন, তার কী মর্মান্তিক পরিণতি!

Last Updated:

গভীর রাতে প্রথমে স্থানীয় বাসিন্দা অর্জুন লোহারের বাড়িতে আগুন লাগে। সেই আগুন এরপর প্রতিবেশী রাজু লোহারের বাড়িতে ছড়িয়ে পড়ে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত 
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত 
আলিপুরদুয়ার: শীতের রাতে উনুন জ্বেলে ঘুমিয়ে পড়ার ভয়ঙ্কর পরিণাম। দুটি পরিবারের সঙ্গে যা ঘটনা ঘটল শুনলে চোখে জল আসবে আপনার। সামান্য একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেল চা বাগান মহল্লার দুই দরিদ্র শ্রমিক পরিবারের।
তোর্ষা বাগানের শ্রমিক মহল্লায় অগ্নিকান্ডের জেরে সর্বশান্ত দুটি পরিবার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। রাত প্রায় দুটো নাগাদ ভুটান সীমান্তের তোর্ষা চা বাগানের গোপাল লাইনে দুটি বাড়ি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
গভীর রাতে প্রথমে স্থানীয় বাসিন্দা অর্জুন লোহারের বাড়িতে আগুন লাগে। সেই আগুন এরপর প্রতিবেশী রাজু লোহারের বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই পরিবারের সব কিছু জ্বলে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অর্জুন লোহারের বাড়িতে উনুন জ্বলছিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় তা নেভাতে ভুলে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। হাওয়ার সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। প্রথমে অর্জুন লোহারের বাড়ি বারান্দা চলতে শুরু করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁরা প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারই মধ্যে সেই আগুন প্রতিবেশী রাজু লোহারের বাড়িতেও ছড়িয়ে পড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরবর্তীতে জয়গাঁ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারই মধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে কার্যত পথে এসে বসেছে দুটি পরিবার।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রাতে উনুন নিভিয়ে শুতে ভুলে গিয়েছিলেন, তার কী মর্মান্তিক পরিণতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement