TRENDING:

Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান? এই একটি জায়গা মিস করবেন না! নাহলে পস্তাতে হবে

Last Updated:

Darjeeling Trip: কালীপুজোর ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তবে অবশ্যই আপনার পছন্দের ঠিকানা হতে পারে একটি জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: কালীপুজোর আগেই পুজোর উৎসবে মাতল দার্জিলিং।ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে হালকা হালকা শীতের আমেজ। সেই অর্থে উত্তরের ঠান্ডা হিমেল আবহাওয়া উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা। কালীপুজোর আগেই উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। সেই অর্থেই শীতের আমেজ উপভোগ করতে দার্জিলিং পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়।
advertisement

কালীপুজো মানেই আলোর উৎসব সেই অর্থে ইতিমধ্যেই সমতল থেকে শুরু করে পাহাড় কোন জায়গা বাদ নেই। চারিদিকের যেদিকেই তাকানো যায় সেদিকেই যেন দেখা যায় আলোর উৎসব। কালীপুজো উপলক্ষে ইতিমধ্যেই দার্জিলিংয়ের ভানুভবনে শুরু হয়েছে মেলা। যেখানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা সকলেই আনন্দে আত্মহারা। মেলাজুড়ে রয়েছে নেপালি জনজাতির হাতের তৈরি বিখ্যাত মোমো থেকে শুরু করে নানা ধরনের খাবার স্টল এবং মেলা প্রাঙ্গন জুড়ে রয়েছে শীতবস্ত্র। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কেনাকাটি সাথে রয়েছে জয় রাইড সবমিলিয়ে চুটিয়ে আনন্দ উপভোগ করছে পাহাড়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। এই প্রসঙ্গে পাহাড়ে ঘুরতে আসা এক ক্ষুদে পর্যটক শ্রীদাত্রী মল্লিক বলেন, বাবা-মায়ের সাথে দার্জিলিংয়ে ঘুরতে এসেছি, এখানে ঘুরতে এসে সব থেকে ভালো লেগেছে কাঞ্চনজঙ্ঘা। এখন মেলায় এসেছি। এখানেও এসে খুব ভালো লাগছে।

advertisement

আরও পড়ুন: ঘোরার মজা হবে দ্বিগুণ! হালকা শীত পড়তেই পর্যটকদের জন্য পাহাড়ে নতুন চমক

চারিদিকে আলোকসজ্জা এবং পর্যটকদের ভিড়ে যেন এই মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে।এই প্রসঙ্গে মেলা প্রাঙ্গণে বাজারে বসা এক দোকানদার উর্মিলা তামাং বলেন, দুর্গাপুজোর পর থেকেই পর্যটকদের ব্যাপক ভিড়, খাওয়া-দাওয়া থেকে শুরু করে কেনাকাটি সবটাই চলছে বিক্রিও ভালো হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: পদে পদে চাইনিজ লাইটকে চ্যালেঞ্জ! দার্জিলিংয়েও এবার রমরমিয়ে বিকোচ্ছে মাটির প্রদীপ

আপনিও যদি কালীপুজোর ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তবে অবশ্যই আপনার পছন্দের ঠিকানা হতে পারে দার্জিলিংয়ের ভানু ভবনে অবস্থিত ম্যাল মার্কেট। শাল, মাফলার, সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতবস্ত্র এবং পাহাড়ে আসলেই সকলের পছন্দের মোমো সবটাই মিলে যাবে এখানে। বর্তমানে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই মেলা যেন এক বাড়তি পাওনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান? এই একটি জায়গা মিস করবেন না! নাহলে পস্তাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল