Darjeeling News: পদে পদে চাইনিজ লাইটকে চ্যালেঞ্জ! দার্জিলিংয়েও এবার রমরমিয়ে বিকোচ্ছে মাটির প্রদীপ

Last Updated:

বাজারজুড়ে চাইনিজ লাইটের ভিড়েও আজও তাদের খোঁজ পড়ে, সমতলের পাশাপাশি পাহাড়েও দেদারে বিক্রি হচ্ছে মাটির প্রদীপ।

+
কার্শিয়াং

কার্শিয়াং বাজারে মাটির প্রদীপের রমরমা বাজার

দার্জিলিং: কথায় আছে বাঙালির বারোমাসে তেরো পার্বণ। সেই অর্থেই দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এবার কালীপুজোয় মাততে চলেছে গোটা দেশ। কালীপুজো মানেই এক আলোর উৎসব। অন্ধকারকে দূরে সরিয়ে চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে। সেই অর্থেই বাজারজুড়ে চাহিদা বাড়ছে মাটির প্রদীপের।
সমতলের পাশাপাশি পাহাড়েও চাহিদা বাড়ছে মাটির প্রদীপের। পুনরায় বাজারে ফিরে আসছে হারিয়ে যেতে বসা মাটির প্রদীপ। বর্তমানে সমতলের পাশাপাশি পাহাড়েও জাঁকজমকের সঙ্গে পালিত হয় এই কালীপুজো। পাহাড়ের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গা সেজে ওঠে আলোকসজ্জায়। বর্তমানে বাজারজুড়ে চাইনিজ লাইটের চাহিদা থাকলেও হার মানেনি মাটির প্রদীপ এখনো কালীপূজো আসলেই কদর বাড়ে এই মাটির প্রদীপের। সেই অর্থেই কালীপুজোর আগে দার্জিলিং-এর কার্শিয়াং পাহাড়ে মাটির প্রদীপ কিনতে ভিড় স্থানীয়দের। এই প্রসঙ্গে মাটির প্রদীপ কিনতে আসা এক মহিলা সঙ্গীতা খারকি বলেন, দীপাবলি মানেই আলোর উৎসব সেই অর্থেই এই মাটির প্রদীপ কিনছি, পরিবারের সকলে মিলে একসাথে প্রচুর প্রদীপ জ্বালানো হয় ,খুব ভালো লাগে। এই মাটির প্রদীপ জ্বালালে মন যেন শান্তিতে ভরে ওঠে।
advertisement
আরও পড়ুন: ঘোরার মজা হবে দ্বিগুণ! হালকা শীত পড়তেই পর্যটকদের জন্য পাহাড়ে নতুন চমক
অন্যদিকে পাহাড়ে ঘেরায় কার্শিয়াং বাজারে মাটির প্রদীপ বিক্রি করতে আসা এক বিক্রেতা রাজবল্লভ পাল বলেন, পাহাড়ে এই বছর মাটির প্রদীপ বেশ ভালই বিক্রি হচ্ছে, সকলে আসছে এবং মাটির প্রদীপ কিনছে বেশ ভালো লাগছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দার্জিলিংয়ের এই জায়গায় দাঁড়ালে হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা! শীতে মিলতে পারে স্নো-ফলের মজা, রইল ঠিকানা
জীবন থেকে অন্ধকারকে মুছে দিয়ে চারিদিকে আলোকিত করতে কালীপুজোর আগে পাহাড়ের বাজারে কেনাকাটি করতে ভিড় স্থানীয়দের। প্রত্যেক বছর এই সময় শহরকে আলোকসজ্জায় মুড়ে ফেলা হয় পাশাপাশি সকলেই নিজের বাড়িকে আলোকিত করতে মাটির প্রদীপকেই বেছে নেয়। সেই অর্থে সমতলের পাশাপাশি পাহাড়ের বাজারেও দেদারে বিক্রি হচ্ছে মাটির প্রদীপ।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: পদে পদে চাইনিজ লাইটকে চ্যালেঞ্জ! দার্জিলিংয়েও এবার রমরমিয়ে বিকোচ্ছে মাটির প্রদীপ
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement