TRENDING:

২০০ ফুট নীচের খাঁদে গড়িয়ে গেল গাড়ি! দার্জিলিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের আহত ৩

Last Updated:

Darjeeling: পাহাড়ের আঁকাবাঁকা পথে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: পাহাড়ের আঁকাবাঁকা পথে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
দার্জিলিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা!
দার্জিলিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা!
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা দার্জিলিং থেকে শিলিগুড়ির নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল প্রায় আটটা নাগাদ পাংখাবাড়ি রোডের এক বাঁকে এসে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট নীচে খাঁদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে দার্জিলিং থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

advertisement

আরও পড়ুন: এক মেয়ের মা…! একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে সম্পর্ক, রাতে ভাসলেন তুমুল রোমান্সে, তারপরেই যা ঘটল, ২ বছরের মেয়েকেও…!

এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজেশ পাশওয়ান এবং সুমিত সিংহের। দু’জনেই নকশালবাড়ির বাসিন্দা। আহত তিনজনের মধ্যে রয়েছেন রাজ দাস, তারক বিশ্বাস, এবং করণ ঠাকুর। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

advertisement

View More

আরও পড়ুন: ‘সে আমার পাশেই শুতে চাইছিল…’ ট্রেনের স্লিপার কোচে ভোর ৪টেতে আচমকা ভাঙল ঘুম, যা দেখল তরুণী, মুহূর্তে কাঁপতে শুরু করল বুক!

চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে আপাতত তাঁরা চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ও নকশালবাড়িতে নেমে আসে শোকের ছায়া। মৃতদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন।

advertisement

পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি প্রায় ২০০ ফুট নীচে গিয়ে পড়ে। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, পাহাড়ি এলাকায় নিরাপদ গতি ও রেলিংবিহীন রাস্তার বিপজ্জনক অবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত সুরক্ষা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা ৬০০ বছর পুরনো 'এই' কালীমন্দির
আরও দেখুন

ঋত্বিক ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২০০ ফুট নীচের খাঁদে গড়িয়ে গেল গাড়ি! দার্জিলিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের আহত ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল