TRENDING:

Darjeeling News: খুশির হাওয়া চা শ্রমিকদের মধ্যে! চলতি মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা

Last Updated:

অবশেষে খুলে গেল পাহাড়ের লঙ ভিউ চা বাগান, বাগানে ফেরাটাই আজ চা শ্রমিকদের  কাছে এক বড় উৎসব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: অবশেষে খুশির হাওয়া পাহাড়ের চা বাগানে, বন্ধ চা বাগানগুলির মধ্যে ফের একটি চা বাগান খুলে যাওয়ায় খুশি চা শ্রমিকেরা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের আগে খুলে গেল লঙভিউ চা বাগান। গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল এডমিনিস্ট্রেশন ( জিটিএ) ও শ্রম দপ্তরের হস্তক্ষেপে খুলে যায় ওই চা বাগানটি। শ্রমিকদের পুরোপুরি দাবি পূরণ না হলেও মালিকপক্ষের তরফে দাবি পূরণের আশ্বাস মেলায় চা বাগান খুলতে রাজি হয় শ্রমিকপক্ষ। মনের মত দাবি পূরণ না হলেও বাগান খোলায় খুশি শ্রমিকরা। আর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে বন্ধ বাগান খুলে যাওয়ায় স্বস্তিতে শ্রম দপ্তর। অন্যদিকে এবিষয়ে পাহাড়ের বাকি বন্ধ চা বাগানগুলিও দ্রুত খোলার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
advertisement

ঠিক দুর্গাপুজোর আগে বাগানটিতে ২০ শতাংশ বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন বাগানের শ্রমিকরা। সেই সময় ১০ শতাংশ বোনাস আগেই দিয়ে দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু বাকি ১০ শতাংশ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট সহ অন্যান্য খাতে বকেয়া প্রায় ১৫ কোটি টাকা মেটানোর দাবিতে আন্দোলন শুরু হয় বাগানে। প্রথমে কর্মবিরতি ও পরে অনশনে বসেন বাগানের শ্রমিকরা। বাগানে বর্তমানে প্রায় ৩৫০ জন শ্রমিক রয়েছে। আন্দোলনের মুখে পড়ে বাগানকে পুজোর ঠিক আগে পরিত্যক্ত অবস্থায় ফেলে ছেড়ে চলে যায় মালিকপক্ষ। এদিকে টানা আন্দোলন চলার মধ্যেই শুরু হয় বৈঠক। শেষে পদক্ষেপ করে জিটিএ। জিটিএ, ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ও শ্রম দপ্তর ও মালিকপক্ষকে নিয়ে শিলিগুড়ির শ্রমিক ভবনে বৈঠক হয়।

advertisement

আরও পড়ুন: সরে গেল মেঘের চাদর, আস্তে আস্তে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এল, সূর্যোদয়ের অপরূপ রূপে পাগল ট্যুরিস্টরা

এবিষয়ে লঙ ভিউ চা বাগানের এক শ্রমিক অ্যালেক্সসিউস বলেন, চা বাগান খুলে গেলেই আমরা খুশি, বাগানপক্ষ এখনো সমস্ত বকেয়া টাকা মেটায়নি তবুও চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছে ,সেই অর্থে বাগান খুলে গেলে সকলে রুজি রোজগার পাবে স্বাভাবিকভাবেই খুশি সকল শ্রমিকেরা।

advertisement

আরও পড়ুন: সময় লাগবে ৫ মিনিট, বাড়িতে এইভাবে বানান পাহাড়ি গন্ধ-মাখা নেপালি ফ্রায়েড রাইস

ইতিমধ্যে লঙ ভিউ চা বাগান খুলে যাওয়ায় খুশির হাওয়া বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে। সমস্ত উৎসব থেকে বঞ্চিত থাকার পর বর্তমানে বাগানে ফেনাটাই তাদের কাছে একটি বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বাকি ৬ শতাংশ বোনাস চলতি সপ্তাহের মধ্যেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় মালিকপক্ষ। এছাড়া পিএফ, ইনক্রিমেন্ট সহ অন্যান্য বকেয়ার বিষয়ে আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সুজয় ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: খুশির হাওয়া চা শ্রমিকদের মধ্যে! চলতি মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল