Recipe: সময় লাগবে ৫ মিনিট, বাড়িতে এইভাবে বানান পাহাড়ি গন্ধ-মাখা নেপালি ফ্রায়েড রাইস
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
একবার মুখে দিলে স্বাদ ভুলবেন না! পাহাড়ের নেপালি জনজাতির হাতে তৈরি এই মশলাদার চিকেন ফ্রায়েড রাইস-ই এখন পর্যটকদের প্রিয়র তালিকার শীর্ষে
দার্জিলিং: একবার মুখে দিলে স্বাদ ভুলবেন না! পাহাড়ের নেপালি জনজাতির হাতে তৈরি এই মশলাদার চিকেন ফ্রায়েড রাইস-ই এখন পর্যটকদের প্রিয়র তালিকার শীর্ষে। পাহাড়ে ঘুরতে গিয়ে মোমো, চাউমিন, ওয়াই-ওয়াই বা ম্যাগি তো অনেক খেয়েছেন! এবার চেখে দেখুন নেপালি জনজাতির রেসিপি মশলাদার চিকেন ফ্রায়েড রাইস।
ইদানীং পাহাড়ে যাওয়ার চল বেড়েছে। সপ্তাহান্তের ছুটিতেও মানুষ পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। আর পাহাড়ে যাওয়া মানেই পাহাড়ি পেটপুজো। স্থানীয় ব্যবসায়ী নিরু অধিকারী জানান, এই রেসিপি পর্যটকদের খুব পছন্দের। বিভিন্ন রকমের সবজি, চিকেন আর ভাতের মিশেলে বানানো এই বিশেষ পদ। তবে এই মশলাদার ফ্রায়েড রাইস খেতে আপনাকে পাহাড়ে ছুটতে হবে, এমনটা নয়। বাড়িতেও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন লোভনীয় এই পদ।
advertisement
নেপালি ফ্রায়েড রাইস বানাতে আপনার পছন্দের কিছু সবজি আর চিকেন একসঙ্গে ভালভাবে ভেজে নিন। হলুদ, স্বাদমতো নুন , কাঁচা লঙ্কা , ভিনিগার এবং সয়া সস মিশিয়ে, কিছুক্ষণ কষিয়ে উপর থেকে ভাত দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি নেপালি চিকেন ফ্রায়েড রাইস। চাইলে পরিবেশনের সময় ছড়িয়ে দিতে পারেন কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা।
advertisement
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 11, 2024 6:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recipe: সময় লাগবে ৫ মিনিট, বাড়িতে এইভাবে বানান পাহাড়ি গন্ধ-মাখা নেপালি ফ্রায়েড রাইস





