TRENDING:

Durga Puja 2025 : দুর্গাপুজো মিস হবে না! পাহাড়ে ঘুরতে গিয়ে হবে দেবী দর্শন, বোনাসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ

Last Updated:

Darjeeling Durga Puja : মিস হবে না দুর্গাপুজো, আবার পাহাড়ে ঘোরাও হবে। কপাল ভাল থাকলে মিলবে কাঞ্চনজঙ্ঘার দর্শনও। কোথায় যেতে হবে জেনে রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : সমতলের পাশাপাশি এবার পাহাড়েও পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে। সাজতে শুরু করেছে দার্জিলিংয়ের চৌরাস্তা। আট বছর ধরে এখানে পুজোর আয়োজন করে আসছে চৌরাস্তা দুর্গাপুজো কমিটি এন্ড চ্যারিটেবল ট্রাস্ট। বাঙালি–অবাঙালি মিলিয়ে এই পুজো পাহাড়ে তৈরি করেছে বিশেষ পরিচিতি।
advertisement

ম্যাল রোডের একেবারে কাছেই হয় এই দুর্গাপুজো। দেশি–বিদেশি পর্যটকদের কাছে চৌরাস্তা বরাবরই জনপ্রিয় ভ্রমণস্থল। তাই পুজোর সময় স্বাভাবিকভাবেই এখানে বাড়ে দর্শনার্থীর ভিড়। হাতে গোনা কয়েকটি দুর্গাপুজোর মধ্যে এই আয়োজন আট বছরের মধ্যে পাহাড়ে বিশেষ নজর কেড়েছে।

আরও পড়ুন : পুজোর আগে কলেজেই পাবেন ‘স্পেশাল কালেকশন’! ছাত্রীদের হাতের কাজ দেখে লোভ লাগবে

advertisement

পুজো কমিটির সদস্য রবি ছেত্রী জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর মালা ও ২২ সেপ্টেম্বর ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে পুজো। ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে পুজো এবং ২ অক্টোবর প্রথা মেনে হবে বিসর্জন। প্রতিদিন সন্ধ্যা সাতটায় হয় বিশেষ আরতি, যেখানে ভিড় জমায় বাঙালি–অবাঙালি বহু মানুষ। ভোগ ও ভাণ্ডারার আয়োজনও থাকে প্রতিদিনই।

advertisement

আরও পড়ুন : নিরঞ্জন থেকে ফিরিয়ে আনা হয়েছিল প্রতিমা! ৯০ বছর ধরে একই প্রতিমায় পুজো হয় উমার! দেখতে যাবেন নাকি?

এবারের পুজোতে বিশেষ থিম আনার পরিকল্পনা রয়েছে। তবে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমন লাকান্ডারি জানিয়েছেন, থিম এখনই প্রকাশ করা হবে না। দর্শনার্থীদের জন্য পুজোর দিনেই রাখা হয়েছে চমক। পাশাপাশি আলোকসজ্জার জমকালো আয়োজনেও নজর কাড়তে চলেছে এই পুজো।

advertisement

আরও পড়ুন : ডলবি ডিজিটালের যুগেও হারিয়ে যায়নি সেই আওয়াজ! বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর রেডিওর জুটি আজও অটুট

প্রথম থেকেই এখানে নয় দিন ধরে দেবীর পুজো করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মূলত পর্যটকদের আকর্ষণ বাড়াতে আনা হয়েছে নানান ছোট ছোট সাংস্কৃতিক কর্মসূচি, যা পাহাড়ি পুজোর আবহকে আরও উজ্জ্বল করে তুলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দার্জিলিংয়ের চৌরাস্তা দুর্গাপুজো পাহাড়ে শারদীয়ার আনন্দের এক বিশেষ মাত্রা যোগ করেছে। সমতলের সঙ্গে তাল মিলিয়ে পাহাড়েও এবার পুজোর আবহ ছড়িয়ে পড়েছে, যেখানে বাঙালি–অবাঙালি মিলিয়ে পর্যটকরা উপভোগ করছেন উৎসবের রঙ। আট বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন করা এই পুজো শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও বিশেষ থিমের মাধ্যমে পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : দুর্গাপুজো মিস হবে না! পাহাড়ে ঘুরতে গিয়ে হবে দেবী দর্শন, বোনাসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল