ডলবি ডিজিটালের যুগেও হারিয়ে যায়নি সেই আওয়াজ! বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর রেডিওর জুটি আজও অটুট

Last Updated:

Mahalaya 2025 : ডিজিটালের সঙ্গে দৌড়ে কদর কমেছে রেডিওর। কিন্তু এখনও প্রতিযোগিতার ময়দানে টিকে আছে একটি দিনের ভরসায়।

রেডিও মেরামতির ব্যস্ততা।
রেডিও মেরামতির ব্যস্ততা।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : আধুনিকতার ছোঁয়ায় মহালয়ায় রেডিও শ্রোতার অভাব। কিন্তু ডিজিটাল  যুগেও অনেকে মহালয়ার ভোর রেডিওতে শুনতে পছন্দ করেন। অপেক্ষায় থাকেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনার জন্য। যার সঙ্গে জড়িয়ে রয়েছে এক চিরাচরিত ঐতিহ্য এবং আবেগ। যদিও অনেকেই এখন ইউটিউব বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে এটি শুনতে পারেন।
তবুও রেডিওর মাধ্যমে শোনার একটা আলাদা অনুভূতি ও স্মৃতি জড়িয়ে আছে অনেক বাঙালির সঙ্গে। মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা একটি বিশেষ আবেগ ও স্মৃতির সঙ্গে যুক্ত। যা অনেক বাঙালির কাছে আজও অমূল্য। এ কারণে কিছু মানুষ আছেন, যাঁরা এখনও মহালয়ার সময় বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের চন্ডীপাঠ রেডিওতে শুনতেই পছন্দ করেন।
আরও পড়ুন : ঘাপটি মেরে বসেছিল বিপদ, পোলট্রি ফার্মের সামনে বিশাল অজগর! দেখেই আত্মারাম খাঁচাছাড়া
যে কারণে সারাবছর রেডিওর দোকানের সামনে ভিড় না থাকলেও, এই সময় ক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। এক রেডিও কারিগর জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে মহালয়ার অনেক আগে থেকে দোকানে রেডিও ঠিক করার জন্য লাইন পড়ে যেত। সারারাত জেগে রেডিও ঠিক করতে হত। এমনও কিছু সময় গিয়েছে, যখন রেডিও ঠিক করতে করতে ভোর হয়ে গিয়েছে। কিন্তু এখন সবার হাতে স্মার্টফোন আসার ফলে কদর কমেছে রেডিওর।
advertisement
advertisement
আরও পড়ুন : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন
কিন্তু রেডিও বিক্রি বা মেরামতের সঙ্গে মানুষজন বলছেন, এখনও কিছু পরিবার আছে, যারা রেডিওতে মহালয়া শুনতে ভালবাসে। তাই মহালয়ার আগে বেশ কিছু রেডিও মেরামত করার জন্য এসেছে। তাঁদের কথায় সময়ের সঙ্গে সঙ্গে রেডিওর কদর কমে যাচ্ছে  ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত ডিজিটালের এই যুগ সম্পূর্ণভাবে ছিনিয়ে নিতে পারেনি রেডিওকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডলবি ডিজিটালের যুগেও হারিয়ে যায়নি সেই আওয়াজ! বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর রেডিওর জুটি আজও অটুট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement