ঘাপটি মেরে বসেছিল বিপদ, পোলট্রি ফার্মের সামনে বিশাল অজগর! দেখেই আত্মারাম খাঁচাছাড়া

Last Updated:

Indian Rock Python : লোকালয় থেকে বিশাল আকার অজগর উদ্ধার। প্রাথমিক চিকিৎসার পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মন্ডল : আবারও সোনামুখীর লোকালয় থেকে বিশাল আকার অজগর সাপ উদ্ধার। যে ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন আগে সোনামুখীর শীতলঝোড় এলাকায় একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করেছিল সোনামুখী বন দফতর। সেই রেশ কাটতে না কাটতে আবারও সোনামুখীর কল্যাণপুরে একটি পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকা থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হল।
বন জফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে অজগর সাপটি। পরে খবর পেয়ে সোনামুখী বন দফতরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তারপর অজগর সাপটি উদ্ধার করে সোনামুখী বন দফতরে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর একেবারে সুস্থ অবস্থায় সোনামুখীর গভীর জঙ্গলে অজগর সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : বাড়ি ফেরার পথে একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের! নারকেল বিক্রি শেষে আর ফেরা হল না বাড়ি
মূলত এই ধরনের সাপ গভীর জঙ্গলে বসবাস করে থাকে। তবে সম্প্রতি সোনামুখীর বিভিন্ন প্রান্তে এই সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যদিও এই বিশাল আকারের সাপ সহজে সাধারণ মানুষের কোনও ক্ষতি করে না। তবে খাবারের সন্ধানে অজগর সাপ গভীর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। এক্ষেত্রেও তেমনটা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার বলেন, ইন্ডিয়ান রক পাইথনটি ছয় ফুট লম্বা এবং ৯ কেজি ওজনের। এছাড়াও তিনি বলেন, শুধুমাত্র সাপ নয় যেকোনও ধরনের বন্যপ্রাণ দেখতে পেলে বন দফতরকে খবর দিন। বন দফতর সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। পাশাপাশি বন দফতর সর্বদা বন্যপ্রাণ রক্ষা করতে সচেষ্ট।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘাপটি মেরে বসেছিল বিপদ, পোলট্রি ফার্মের সামনে বিশাল অজগর! দেখেই আত্মারাম খাঁচাছাড়া
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement